মা


          - সনজয় বিশ্বাস শান্ত


মা গো জন্ম থেকেই তোমায় শুধু,
যন্ত্রনা দিয়েছি আমি।
মা ডাক ছাড়া অন্য কিছু তোমায়
পারিনি যে দিতে দামী।


যখন অন্য ভাষা ছিলনা জানা,
কাঁদতাম আঁখি জলে।
সেই ভাষাও তুমি বুঝে নিতে মা
তুলে নিতে মোরে কোলে।


শুনেছি আমার জন্মের সময়ে,
ছিলনা বিদ্যুৎ-আলো।
হারিকেন জ্বালিয়ে মিটিয়ে দিতে,
সকল আঁধার কালো।


সেই আলোতে বিভাবরী জাগতে,
অনিমেষ চোখে তুমি।
মরনের ঘুম ঘুমাই যদি'বা;
কেঁদে উটি যদি আমি।


নির্ঘুম নয়নে থাকতে জেগে মা,
সারাটা নিশীথ ধরে।
সহসা যদি আমার ঠান্ডা লাগে,
কেঁপে উটি যদি জ্বরে।


যখন আমার অসুখ হত মা,
খাওয়া-ধাওয়া ভুলে,
কোলে নিয়ে আমায় ছুটতে তুমি;
কত যে হাসপাতালে।


লিখতে লিখতে যে শেষ হবে না,
স্নেহের সব মুহূর্ত।
মনের প্রতি কোণে কোণেতে জমা,
তোমার মমতা যত।


এত যে মমতা, এত ভালবাসা,
এত স্নেহ-প্রতিদানে
দুঃখ ছাড়া কি আর দিয়েছি মা গো;
তোমায় আমি জীবনে।।