যদি বউ পর করেছিস―ঠ্যাং মেরেছিস কপালে
গলাতে দড়ি দেব—দেবনা।
কারো না লাগলে ভালো―পালায় যদি চলেই যাক,
পায়েতে বেড়ি দেব—দেবনা।


জীবন আমার দামী অনেক,
অনেক কিছুই করব শোনেক―
সোনাতে রং লাগাব, পরশ পাব বিদূষীর;
ছুঁড়ি তোর ছোঁয়া নেব—নেবনা।


প্রিয়তমার জন্য আমার বিশাল ভূবন নয়
খাবনা আর বিষ;
প্রিয়ার লাগি মরতে হবে কোন পাগলে কয়
বাঁচতে হিসাব দিস।


শান্তি পেতে মরবি গুরু’
বলবে লোকে এ কোন ভীরু;
ব্যাথিত বেঁচে থাকায় বিরত্ব যে সকলের;
মরে যায় ধন্য হব—হবনা।