ও সূর্য কিরণ!
তোমার হাসি করে কার গো স্মরণ?
বলনা আমায়,
তোমার হাসি করে কার গো স্মরণ!


কার দয়াতে আলো দাও বিলিয়ে
আঁধার অমানিশা দাও তাড়িয়ে
কে দিয়েছে  তোমায় আকাশে ঠাঁই
বল কার আদেশহীন নাই কিছু নাই
    
    বলতো পেয়েছ কোথায় তুমি
    এতো বড় মন!


তোমার ছটায় বল কার নাম মাপো,
কার তপস্যাতে এতো এতো তপো;
তোমার কিরণ দানে কার নাম জপো,
কোন বিধতাকে এতো এতো তপো!


কার ঐ সীমারেখা ধাও অবিরাম
তোমার হিয়ায় লিখা বল কার নাম
উদার হতে তুমি শিখলে কোথায়
আমিও নত হব বললে সেথায়
    
     শুনেছি সে নাকি চিরজীবি
     বলে শতজন।