বাংলাকে কেউ ছোট করে যদি
আমি ছোট হয়ে যাই;
বাংলাকে কেউ ভালাবাসে যদি
আমি ভালবাসা পাই ।

   মান্য হয়েছি বাংলাকে পেয়ে
   ধন্য হয়েছি বাংলাতে গেয়ে
   বাংলাকে কেউ বড় করে যদি
   আমি বড় হয়ে যাই ।


কেউ যদি মোর অপমানও করে
বাংলায় ঝড়ো সংলাপে;
মনটা আমার নেচে নেচে ওঠে
বাংলায় টানা সুর-তাপে ।

   শান্ত থেকেছি বাংলাতে থেকে
   স্বপ্ন দেখেছি বাংলাতে এঁকে
   বাংলাকে কেউ দূরে ঠেলে যদি
   আমি জ্বলে-পুড়ে যাই ।