আমাকেই ভোট দাও-ভোট দাও—
আমি ভাল মানুষ!
‘ফুল কী পাবিত্র—আমার চরিত্র’
স্লোগানে যাও ঢোল দাও-ঢোল দাও...


   নীতি আমার সবচে ভাল
   তাল-তবলা নিয়েই বল
   আমার গীতি গাইতে গোটা
   সমাজটাকে ডাক দাও-ডাক দাও!


   আমার ভাষায় বাড়বে নলেজ
   ভার্সিটিকে করব কলেজ (?)
   যত আছো কীর্তিনাশা
   সবাই এসে যোগ দাও-যোগ দাও!


   কুখ্যাত মোর যত কালো
   ভাল মানুষ বলুক ভাল—
   বাহিনী সব কোথায় গেলা
   পতি ক’টায় ঘুষ দাও-ঘুষ দাও!


   —অমুক নেতায় খুন করে দাও
   রাস্তাটা মোর ঠিক করে দাও
   আমার চালে টিক্কা মারার
   খেলোয়ার কে টান দাও-টান দা্ও!


   মার্কাটা মোর বড় কর
   যেথায় খুশি সেথায় মার
   পারলে কারো মাথায় মেরে
   আড্ডাতে যাও চা খাও-চা খাও!


   দারিদ্র জয় করে নেব
   দরিদ্র দূর করে দেব
   সব ক’টারে ধরে নিয়ে
   রামের পায়ে ভোগ দাও-ভোগ দাও!


   ভোট যদিনা দিসরে কালা
   এলাকাটা ছেড়েই পালা
   মন্দ জানা লোক গুলা সব
   একবার আমার গুণ গাও-গুণ গাও!


   দৃশ্য-ছবি পাল্টে দেব
   পৃথিবীটা উল্টে দেব
   আর কী দেব আমিই জানি
   ক্ষমতাতে ঠাঁই দাও-ঠাঁই দাও!