কৃষি বাঁচালে বাঁচে দুনিয়া
মারলে মরে যে ভাই;
কৃষি বাঁচাও-কৃষিতে বাঁচ
এর বিকল্প নাই।


   আলু-চাউল, আটা-মাংস
   কৃষি থেকে উঠে আসে
   ছোট-বড় ঐ শিল্প যত
   কৃষিতেই বেঁচে আছে


      খ্যাত শোষণ, খ্যাত শাসন
      কৃষিতেই খুঁজে পাই।


মজুদদারী-মুনাফাখুরি
কৃষককে মেরে কেন;
কৃষি ছাড়া ও কৃষকে ছাড়া
অন্ন কেমনে আন?


   কৃষির গলে ফাঁস দিওনা
   পড়ে যাবে নিজ গলে
   গোটা পৃথিবী ক্ষুধায় ভোগে
   কৃষকের ক্ষুধা পেলে


      ক্ষমতা সেথা ধূলায় লোটে
      কৃষি যেখানে নাই।