তুমি শুধু একবার বল
“জানি ভালোবাস আমায়”।
কী হবে? এই আকাশটা হবে আরও নীল।
পেজা তুলোর মত মেঘ গুলো
হবে আরও ভেজা।
গাঁদা ফুলের বাসন্তি রঙ
হবে আরও বাসন্তি রাঙা।
শীতের সকালের রোদ হবে,
চাকভাঙা মধুর মত ঝিম মিষ্টি।
তুমি শুধু একবার বল।
“আমি বুঝি তুমি বোঝাতে চাও যা”
এই দিন গুলো হবে আরও সুন্দর।
রাত গুলো হবে আরও বর্ণময়,
জোছনা আলো হবে মায়াময় আরও -
কবিতাগুলো ছন্দময় হয়ে যাবে।
তুমি একবার বল “ভালোবাসি”।
পৃথিবী থেমে যাবে।
সূর্যের আলোর সাতরঙ ভেঙে হবে
সাত টুকরো। চারিদিক ঝিল মিল করবে
নানা রঙ, নানা বর্ণে।
মানুষগুলো বদলে যাবে, যুদ্ধ থেমে যাবে।
তুমি শুধু বল। বলেই দেখ না একবার।