কতটা বিকেল পেরিয়ে গেছে,
তবুও আসোনি তুমি,
তোমার প্রতিক্ষার প্রহর গুনে
নিরাশন্ন হয়েছি আমি।


সেই তুমি এলে বসন্তের শেষ বিকেলে,
কৃষ্ণচূড়ার ডালে তখন ছিল না একটিও পাতা
কোকিলের কুহুতান শোনা যেত না কর্ণে
শুকিয়ে ছিল ঘাসের  উপর থাকা ঝলমলে শিশির বিন্দু।
জোন্সা তখন গুটিয়েছে কালো মেঘে,
বসন্তের রঙ্গিলা সাঁঝ মুছে গেছে সেই কবে,
এখানে এসে এখন আর কি পাবে তুমি ?


এসো হে প্রিয়............
এসো আবার কোন এক বসন্তে-
পাবে খুজে তুমি ঋতুরাজ বসন্তের সাঁঝ,
হয়ত তুমি পাবে না আর আমাকে
বসুন্ধারার কোথাও খুঁজে।