বৃথা কেন দিয়ে গেলে
দু ফোঁটা অশ্রু আসি ?
সেই স্মৃতি নিয়ে আমি
নিত্য আজো কাঁদি ।
স্বপ্ন কেন দেখালে বল
আশাহীন মনে ?
বিরহের অনলে যদি
পোড়াবে প্রতি ক্ষণে ক্ষণে ।
মনের আকাশে সাজালে কেন
আশার বাগান ?
পর যদি হয়ে যাবে
করে ভালোবাসার অপমাণ ।
ভুলে গেছো সবি তুমি
কেন বৃথা অবেলায় ?
তোমার স্মৃতি ও কথা যে
সঙ্গী মোর এই নিরালায় ।
যে চোখে ছিল শত মায়া
ভালোবাসা রাশি রাশি ,
ভাবিনি সে চোখে কভূ
আমি হব অপরাধী ।
যেই বুকে রেখে ছিলে
মোর ভালোবাসা ,
কেন তবে দিলে তাতে
এক বুক জ্বালা ।
তুমি শুধু দিয়ে গেছো
দুফোঁটা অশ্রু ,
মনটাকে বোঝোনিতো শুধু
ভেবে গেছো শত্রু ।