সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই, ”
কথাটি এখন হয়েছে অচল
যদি মানবতার দিকে তাকাই ।
বন্য-জন্তুু, বাঘ-সিংহ, সবই বেমানান
সবার উপরে এখন হিংস্র মানব
যদি বিশ্বের দিকে চাই ।
ধর্ম-বর্ণ, জাত-গোত্রই সব
মানুষ কিছু নহে,
মানবতা যে বিলুপ্ত হয়েছে
মানুষের হৃদয় হতে ।
বিশ্ব নবীর মানবতার কথা
যদিও সবাই জানে,
জীবনচক্রে তার আদর্শের কথা
ক‘জনেই বা মানে !
নির্দয় হাতে মানুষে মানুষে দেখি
আজ করে নির্যাতন-খুন-ধ্বংস,
সৃয় স্বার্থের লাগি মানুষ
করে হানাহানি-হত্যাযজ্ঞ ।
আজ হাতের মুঠোয় বিশ্ব মোদের
শুধু একটি বস্তুু নাই,
মানুষ আছে সহস্র শুধু
মানবতাটাই নাই ।
রচনাকালঃ ১৫/০৯/১৭,, রাত্রি-১২.৩০