আমরা বাঙালি, আমরা স্বাধীন,
এক অতীতে ছিলাম পরাধীন,
ভেঙেছি দাসত্ব আর পরাধীনতার শৃঙ্খল,
শিক্ষা পেয়েছে সব হায়েনার দল!
লাখো বীরাত্মত্যাগে লভেছি স্বাধীনতা,
সে কথা ভুলিনি, ভুলবোনা কোনদিন,
আমরা বাঙালি, আমরা স্বাধীন।


আমরা দিয়েছি প্রাণ, দিয়েছি রক্তের বাণ!
বিকাইনি বাঙালি মান-সম্মান,
সইনি কোন অপমান,
আর সইবোনা কোনদিন,
আমরা বাঙালি, আমরা স্বাধীন।


আমরা বিক্ষুব্ধ, মুক্তিকামী ভয়ঙ্কর আত্মামূর্তি!
আমরা জাগ্রত স্বাধীকারকামী সৈনিক,
অদম্য শক্তি!
আমরা মানিনা শোষণ,
ভয় করিনা আইয়ুব-ইয়াহিয়া,
তাই প্রমাণ করেছি বায়ান্ন-একাত্তরে,
লক্ষ-নিযুত জীবন দিয়া!
আমরা হারিনি সেইদিন,
হারবোনা কোনদিন,
আমরা বাঙালি, আমরা স্বাধীন।


আমরা বায়ান্নর ভাষা আন্দোলকারী ছাত্রদল,
আমরা ৬৯-এর গণঅভ্যুত্থানকারী-
জনতার ঢল!
আমরা মুজিবসেনা!
ভাষানী, ফজলুল হকের ভাই,
সহস্র মির্জা, আইয়ুব, ইয়াহিয়া আসিলেও
বাঙালির ভয় নাই।
অর্জিত স্বাধীনতা রক্ষায়,
জীবন করবো বিলীন।


আজ বঙ্গের বাঙালি স্বাধীন!
বিশ্ব জানবে চিরদিন!
আমরা বাঙালি, আমরা স্বাধীন।