কখনো নজরুলের মত কবিত্ব জাগে মনে,
মনে লয় শব্দের ঝংকারে মাতিয়ে দিই বিশ্ব।
কখনো ইচ্ছে করে রবিন্দ্রনাথের মত-
প্রকৃতির প্রেমে মজে যাই।
কখনো ইচ্ছে দেশপ্রেমিকদের মতো-
দেশের কল্যাণে কণ্ঠ বাজাই।
কখনো ইচ্ছে করে আইনস্টাইনের চেয়ে
বড় কিছু আবিষ্কার করি।
কখনো ইচ্ছে করে আর্ত মানবতার সেবায়-
বিলিয়ে দেই নিজেকে।
কখনো ইচ্ছে করে প্রাপ্য অধিকারটুকু-
মিটিয়ে দেই সকলকে।
অনেক ইচ্ছে, অনেক স্বপ্ন, অনেক ভাবনাই ভাবি,
বাস্তবতা আর সীমাবদ্ধতার সীমায় আটকে আছে সবি।