২৫ শে বৈশাখ,,,
হঠাৎ করে একটি গাছ দেখতে পেলাম সম্মুখে,,,
গাছটাকে চিনি, জানি কিন্তু আজ যেন গাছটাই আমাকে চিনতে এলো,,,,
কিন্তু চেনাজানার পথে
এই গাছটির দৃষ্টি যেখানে,,,
সেখানে আমি তীর মেরেছিলাম
ফিরে এসেছে,,,মালা হয়ে,,,
আমি দু দুটো গ্রেনেড মেরেছিলাম
তাও ফিরে এসেছে,,ফুলেরতোড়া হয়ে,,।
মেরেছিলাম রাবণের সেই বাণ,,
রাম হয়ে ফিরে এসেছে আমার কাছে।
আমি সেখানে পাঠিয়েছিলাম
হাজার খানেক বেশ্যা,,,,
ইন্দ্রের দেবী হয়ে তারাও এসেছে ফিরে,,,।
আমি সেথায় পাঠিয়েছিলাম সেই পাগলী মেয়েটিকে,,,
এক সাধিকা হয়ে আসল সে ফিরে,,,
আমি পাঠিয়েছিলাম কিছু ময়লার স্তুপ,
বিশ্বাস করো,,এক হীরক খন্ড হয়ে তাও আসলো ফিরে,,
আমি জোরে করে পাঠিয়েছিলাম কিছু  মাটি,,,একেবারে পঁচা মাটি,,,
তাও আসলো ফিরে,, তবে মাটি হয়ে নয়,,,সোনার ভুমি হয়ে।
আমি সেথায় আমাকে পাঠাব,,
হ্যা আজই পাঠাব আমাকে,,,
আমি জানি না, হ্যা হ্যা জানি না
ফিরবো কিনা?
ফিরলেও কী হয়ে ফিরব,,,
আমার গায়ে সভ্যতার যে গলা পচা দূষণ,,,
তার কী রূপান্তর হবে?
আমার গায়ে, বুকে,মনে যে অন্ধকারের মিলন ভুমি,,
তার কী আদৌ কোন নতুন বদল হবে?
হবেতো,,,।
জানি না হবে কিনা,,,
তবে আমি পাঠাবো,  হ্যা ওয়াদা করে বলেছি আমি আজ আমাকে পাঠাবো,,,,
পাঠাবোই সেথায়।
,,,,,,পাঠাবো কী?