বাইরে একটা গাছ দাঁড়িয়ে আছে,,,,
গাছটির এত এত পাতা,,,এত এত তাদের নড়াছড়া
কিন্তু কোথায় যেন এক বিষাদ তাদের গ্রাস করে রেখেছে অনু,,,,
জানো তাদের গায়ে বাতাস লাগে,,,
তাদের গায়ে বৃষ্টি পড়ে,,
বাইর পানের ওই দূর দুরান্তের ডাকের ধ্বনি আসে।
কিন্তু সবই যে কেবল আসা আর যাওয়াতেই আবদ্ধ।
গাছটির পাশ দিয়ে হন হন করে চলে গেছে এক নদী,,
নদীর উপর দিয়ে চলে যাচ্ছে কত নৌকা,
আর নৌকার উপর বসে বসে যাচ্ছে কত মানুষ
আর কত তাদের স্বপ্ন,আশা,বিলাস।
কিন্তু গাছের পাতাদের আর আশা কোথায়,,!
ঈশ্বরের কাছে বিলাস তাদের
গাছের শিকড় অব্দি আবদ্ধ থাকতে পারে,,,,
বাঁচতে  গেলেও পা আবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়
একই স্থানে একই দন্ডে,,,
মুক্তি যেন তাদের এক হাজত বাস,,,
বেঁচে থাকার নাম এক আবদ্ধ দন্ডয়মান,,,


আকাশের ঝড় আসবে,,,,
গাছটিকে দাঁড়িয়ে থাকতে হবে,,,
কালের চাকায় বসন্ত আসবে,,,
পাশের কোন বাগানে লাল ফুলে ভরে যাবে সব
গাছটিকে তবু দাঁড়িয়েই থাকতে হবে।
দাঁড়িয়েই শাখায় নিয়ে আসতে হবে পল্লব
দাঁড়িয়েই,,হ্যা হ্যা এক জায়গায় দাঁড়িয়েই
শুনতে হবে পাতা ঝরার কান্না।
বিচিত্র সংসারে বিচিত্র ভাবে আবদ্ধ হয়ে
তবু দিয়ে যেতে হবে অক্সিজেন।
বাঁচিয়ে রাখার অক্সিজেন।
ঠিক যেভাবে বেঁচে আছি আমি
ঠিক যেভাবে বাঁচিয়ে রেখেছি কিছু স্বপ্ন
এক আবদ্ধ জগৎ মাঝে।