আমার অনেক ইচ্ছে মরে যেতে চায়নি,,
আমি ওদের পাঠিয়ে দিয়েছি কবরে,,,।
আমার অনেক স্বপ্ন,,,এখনো আমাকে খোঁজে
আমি তাদের হতে আছি বেশ লুকিয়ে।
লুকিয়ে লুকিয়ে পাঠিয়ে দিয়েছি আমার অনেক
নির্দোষ বাসনা
একেবারে যমের কারাগারে,,,।
যে উদ্দেশ্য গুলি আমার ধরতে চেয়েছিল হাত
তাদেরকে বেশ ঘটা করে বিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি
অন্য উদ্দেশ্যের ঘরে।


কারন,,,?
কারন আমি অসহায়,,,,।
সময়ের নিয়মের কাছে,,বেশ বেমানান,,
আমি যে কলসীতে এখনো জল রাখি
বা জল করতে চাই পান,,সে অনেক প্রাচীন।
সে ঘরের ভিতর ঘর চিনে না,,
পাড়ার ভিতর পাড়া চিনে না,,
সে ডিমের ভিতর ডিম চিনে না,,
সে চিনে,,,এক মাঠে হাজার ঘাসের এক সাথে
সবুজায়ন,,
সে চিনে কোটি সুতায় শাড়ি হয়ে এক দেহের
হয়ে যেতে দেহের বসন।
সে দেখতে পারে না ,,মায়ের মাথার মুকুট হতে
মালা গুলি একে অপরকে দিচ্ছে বিদায়,,
সে পারে না বাবার হাতের লাঠি হতে
কাঠের কোষ হয়ে যাচ্ছে আলাদা,,,।
সে পারে না,,,সে পারেই না,,,
গাছের ছায়ায়,,ছায়ার প্রতারণা ।।


তবে যে আগুন পথে এসেছিলাম,,এই জলের পায়ে
বরফ ছড়ায়ে ছড়ায়ে,,,
সে পথটি আমায় নিয়ে যেতে চায়,,
এখনো অনেক দূরে,,,,গন্তব্য বিজয় দূরে।


আমি যাবই সেথায় যাব,,,
বিদ্ধ হয়ে বিষাক্ত শরে।।


##################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৪/০৫/২৩


(সমাজের আধুনিক অনেক নিয়মে আমি বেমানান ,আমি অনেক ক্ষেত্রে প্রাচীন,আমার পুরাতন গান কেবল ভালোই লাগে না,,আমাকে টানে।হয়ত এ আমার বিলাসিতা নয়ত ভেতরের আমি!!)