####সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা###


কৃষ্ণ আমার এক হাতের বাঁশীর
ছিদ্রটাতে নজর রাখছি আর তোমাকে লিখছি,,,
জানি না আমার লেখা আদৌ তোমার কাছে
পৌছবে কিনা,,,তবে আমি লিখতে চাই
জানাতে চাই তোমাকেই,,,
বাঁশীর ছিদ্র পথে বাতাস পৌছলেই তো বাঁশী বাজে
যদিও তার পরিমাপ লাগে,,,,


আমার কিন্তু পরিমাপ জানা নেই কৃষ্ণ
শুধু এতটুকু জানি ঝড়ের মাঝেও
তোমাকে আমি লিখি,৷
বৃষ্টিতে ভিজে ভিজেও আমি তোমাকেই লিখি
লিখি শ্বাস নেওয়া নামক যুদ্ধের ময়দানে বসেও।
কিন্তু উত্তর কোথায়,,,?
তুমি না বলেছ,, আসবে,,হ্যা হ্যা আসবে তুমি,,,।
যখনি অন্ধকার হয় ঘনীভুত,,,
চারদিকে শুভ্রতার জন্য হাহাকার,,,
বিদ্যুতের মত আলো চমকানোরও খুবই দরকার
ঠিক তখনি তুমি আসবে,,,
কিন্তু কই? কই তুমি?


এখানে দিন দিন কংসের দল,,,
ইদুরের বংশের মত বাড়ছে,,,
বাড়ছে পশুপালের মুখ আর মুখ!
চারদিকে শুধু কারাগার আর কারাগার
আবদ্ধ দৈবকি আর বাসুদেবদের কান্নায়
বাতাস টা খুব ভারী হয়ে আছে কৃষ্ণ,,,,
খুবই ভারী,,,বিশ্বাস করবে কিনা জানি না,,,
তবে এখানে মাটিকে আবদ্ধ করে রেখেছে
পাথর লোহা,ইট,বালু আরো কত কি,,,
এই মাটির গর্ভের মুক্তির জন্যে হলেও তো
তোমাকে আসতে হবে,,তাই না?


কৃষ্ণ এই আসার পথেই
চমকে যাবে জেনে যে
এখানে বকাসুররা আর কৃষ্ণকে তালাস করে না,,
করে রাধাকে,,,
এই রাধাকে আর বাঁচাবে না কৃষ্ণ,,,?
দ্রোপদীর মত কোটি কোটি রাধা
দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে,,,
কাঁদছে আপন ভিটায়
কাঁদছে বিবাহিত হাজতে
কাঁদছে মার্কেটের পণ্য তালিকায়
আবার কেউ স্বইচ্ছায়।!
তাদের জন্য কি একটুও মায়া হয় না,,,
নাকি উপকারের জন্যেও প্রতিশ্রুতির দরকার কৃষ্ণ?
প্রতিশ্রুতির দরকার!!!!
গাছের নিচে থেকেও গাছের সাথেই
গাছ তলার চুক্তি দরকার?


আচ্ছা ঠিক আছে আজ হয়ত আসো নি
কাল আসবে,,,কিবা পরশু!
নদীর জলের সাথে আসবে,নতুন ফসলের সাথে আসবে
কিবা মাঘের কুয়াশা ভরা রাতেও আসবে,,,
কিন্তু যখনি আসবে,,,
হাতে করে কিছু পারো বা নাই পারো
একটু বাতাস আনবে,,,
মুক্ত,স্বাধীন, স্বচ্ছ,পবিত্র বাতাস।
মানুষের শ্বাসে শ্বাসে ফুসফুস ছুইতে ছুইতে
এই বাতাস আর বাতাস যে নেই কৃষ্ণ।
মানুষের রক্ত ঘেসা বাতাস বুঝতেই পারছ,,
রক্তের মতই কাজ করে হেথায়,,
এই বাতাসটাকেই বদলানো খুবই দরকার কৃষ্ণ৷
শকুনি হতে শুর্পনখার হৃদয় ছোয়া বাতাস
বদলানো যে খুবই দরকার,,,,
এক কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্তিতেই
ধর্মের প্রতিষ্টা হয়েছে কতটা,,কে জানে!!
তবে তুমি এসেই দেখে যাও,,,
এই বাতাসের মাঝেই অধর্মের ঝুলিতে
কত ভুমি,কত জল,কত মহাকাশ হয়ে আছে দখল,,,
কত সংবাদ,কত সুস্থ বিবাদ, কত ভালবাসা,,,
নিয়েছি বন্দির পেশা।
ওরা চায় কৃষ্ণ,ওরা চায়,,, সত্যি আবার চায়
চায় আরেকটি রক্তপাত হীন কুরুক্ষেত্র, ,
পারবে কি,, পারবে কি আবার এক অর্জুনকে
উপদেশ দিতে,,,ক্রান্তির দুয়ারে!
পারবে কি এই সময়বিভ্রান্তির সারথী হতে
পারবে কি,,,?
যদি পারো,, তাহলেই কেবল এই চিঠিখানা পড়িও।
পড়বেতো!!


##############
রুবেল চন্দ্র দাস