এবারতো তাহলে শান্ত হলে,,??
ঈশ্বরের চরিত্র তোমাদের উলংগিত হয়ে গিয়েছিল
তাকে কাপড় পরাতে পেরেছ তাহলে?
আচ্ছা উনি কি কাপড় পরেছেন?


লজ্জা কী উনি ঢেকেছেন নিজ হাতে?
একবারো কি উনি তোমাদের জিজ্ঞেস করেছেন
তোমরা কারা?
কারা তোমরা আমাকে এসেছ বাঁচাতে?
কে তোমরা এসেছ আমার নাকে অক্সিজেন লাগাতে?
জিজ্ঞাসা করেন নি বুঝি?
যে তোমাদের বাঁচিয়ে রাখেন বলে,,
গাছের পাতাও তার ঈশারা ছাড়া নড়ে না,,,


আমি সেই ঈশ্বরকে বলছি,,
শুনো ঈশ্বর
আজ তোমার নাকে যে অক্সিজেন লাগানো
সেখানে কোটি কোটি মানুষের ফুসফুস ছিড়ে
লুটে নেওয়া অক্সিজেন।
আজ তুমি যে কাপড় পরে বেচে আছ
তা হাজার হাজার নারীর ধর্ষিত যোনীপথের
রক্তের কাপড়,,
তুমি আজ যে থালায় ভাত খাচ্ছ,,
তা অবল,অক্ষম শিশুকে আগুনে পুড়ে
তার মুখের চামড়া দিয়ে বানানো থালা।
তুমি আজ যে কানে শুনছ তোমার  গুনগান
তা কোটি কোটি মানুষের আর্তনাদের ভাষা।


তুমি যে বইয়ের ভাষায় কথা বলছ!
তা জনপদের পর জনপদ ধ্বংস যজ্ঞের ভাষা।
আমি তোমাকে বলছি
তুমি আজ যে মহাখুশি হয়ে বিরাজ করছ
নানান কষ্টিপাথরের ঘরে,,
তা খুন, রাহাজানি, লুটতরাজ,নির্যাতন,অপমান,
অপবাদের সুত্রে সুত্রে বাধা,,,
তোমাকে যারা বাঁচিয়ে রেখেছে ভবে
তারা নিত্য খুন করছে ভিন্নজনে,,,
তারা কেড়ে নিচ্ছে মায়ের কোল হতে শিশু
বধুর কপালের সিঁদুরের স্থলে দিচ্ছে লাগিয়ে
সাদা ধবধবে মাটি।


খুশিতো ঈশ্বর,,,?
আর কিছু  হোক বা না হোক
বেচে থাকতে পারছ তো ধরায়,,
বেহেস্তের প্রাণ মাটিতে বেঁচে থাকার খুব শখ তোমার,,
তাও সুনামে সুনামে বেঁচে থাকার শখ!!!
আসো
সাহস থাকলে সংখ্যালঘু হয়ে আসো
খেজুর মাটির দেশে দেশে,,
সাহস থাকলে সংখ্যালঘু হয়ে আসো বাংলাদেশে
দেখি বাঁচ কীভাবে  তাদের সাথে
তোমাকে যারা বাচিয়ে রাখে ভালবেসে।


আসবে কী ঈশ্বর,,আসবে কি রামু থেকে লংদুরে
আসবে কি তুমি নাসির নগর হতে রংপুরে
আসবে কি তুমি সাওতালদের ঘরে ঘরে
আসবে কি তুমি তোমার বেশে কোন দেশে
দেখবে কি কেমন করে রক্তের উপর
বেঁচে আছ অট্টহাস্যে!!!


####################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১৪/১১/১৭


*******এই ঈশ্বুরকে চিনে নেবার দায়িত্ব পাঠকের,,,,,********