সারাটা বছর ধরে আকাশে ঘুড়ি উড়াচ্ছি,,,
অনেক ঘুড়ি সুতা কেটে চলে গেছে
অনেক অনেক দূরে,,
আবার অনেক ঘুড়ি এখনো উড়ছে আকাশে,,,
কিন্তু আমাকে আর চিনে কোথায়!
বরং লাটাই টার জন্যেই অভিশাপ দেয় আমাকে,,,
কেন বেধে রেখেছি,কেন ছেড়ে দেই নি।
মুক্ত করে দেয় নি বন্ধন থেকে,,,,।
আবার কিছু ঘুড়ি ঠিক আমার মতই আকাশ জুড়ে বিশাল ডানা নিয়ে উড়ে,,,
ফিরেও আসে ঠিক আমার কাছে,,,।
মাথা পেতে শুয়,,,যেমন ভাবে শুয়ে পড়তাম আমি আমার মাসীর কোলে।


মাসীকে কভু মা বলে ডাকি নি,,,
তবে মায়ের কাজটাই যে ছিল তাঁর।
সব মা কি আর মা ডাক শুনতে পায়!!
পায় না!  
যেমনটি আমার এক আধুনিক অকাল স্বপ্ন
এখনো ঘুরি হয়ে
পাখা ওয়ালা ঘোড়ার মত ছুটে যেতে পারেনি সেখানে,,,
যেখানে আজও টি এস সি নামক কোন স্থান আছে
অপরাজেয় বাংলা নামে মূর্তি আছে,,,
স্বোপার্জিত স্বাধীনতা নামে জায়গা আছে,,,।
কেন জানি আমার ঘুড়ি ঘোড়াটি ভুলতে বসেছে
কালিদাসের মেঘদূতের পথ,,,
কেন জানি এখন তার সবুজ ধানক্ষেতের বুকে
খেজুর চাষের খুব ইচ্ছে,,,
কেন জানি তার বাউল ভালো লাগে না,,,,
একতারার সুর ভালো লাগে না,,,
পহেলা বৈশাখের নামই শুনতে পারে না।
কেন জানি আমার ঘুড়িটি রামায়ণ চিনে না,,,
আপনার কথার মহাভারত জানে না,,,,।
নিজের বাড়ির উঠোনের তুলসী তলা চিনে না
চিনে না মেহেদী পাতার রঙ।
ঘুড়িটিকে কতবার বলেছি,,,,
চোখ থেকে টুপি খোলে নাও,,,
মুখ থেকে বালুর রস ফেলে দাও,,,,
ফেলে দাও উটের পিঠ পাশে জকি হবার বাসনা।


কে শুনে কার কথা,,,,!
ঘুড়িটা দমদম করে ডিম পেরেছে,,,মসজিদে
রাস্তায়,ফুটপাতে,মন্ত্রনালয়ে,অফিসে,আদালতে,,,
সংবাদ পত্রের টিভির ভেতরে,,,,
ঘুড়িটা ডিম পেরেছে,,স্কুলের বাল্য শিক্ষা পুস্তকে,,,
বিশ্ববিদ্যালয়ে,, মেশিনে,,হাসপাতালে,,,,
পেরেছে ডিম সে ফেসবুকে,এখানে সেখানে সর্বখানে,,,।
এখন তার শুক্রবারের নাম বদলের তাগিধ,,,,
এখন তার পেটে বিষম ব্যথা,,,,
এখন তার বাঙালিয়ানায় অভিশাপ গাথা,,,।


আমি অবাক হলাম,,,,,।
স্তব্দ হয়ে দাঁড়ালাম ঘুড়ির সম্মুখে,,,,।
বললাম কত ঘুড়িইতো উড়িয়েছি আকাশে
সেই কবে থেকে,,
কভু ঘরের ভেতরে থেকে,,,
কভু প্রতিবেশির উঠান থেকে,,,
কই এমন তো কোন বিষকথা শুনিনি
রবীন্দ্র সরোবর কিবা নজরুল  মাঠে,,,,?


ঠিক তখনি কিছু চাপাতির শব্দ শুনতে পাই,,,
শাড়ির আঁচল খাওয়া হিজাবের ভেতর,,,,
কিছু বোমার ধমক শুনতে পাই টুপির ভেতর,,,,
শুনতে পাই রক্ত পিপাসুদের কান্না,,,
আমি স্তব্দ,,,,আমি বোবা,,,আমি পাথর,,,,
এ কেমন ঘুড়ি দেখছি আকাশে?
বাংলার ঘুড়ি লন্ডন,প্যারিস,লিসবন,ব্রাসেলস,নিউইয়র্ক
যেথায় উড়ুক যেমন করে,,,,,
তবু সে এমন কেন বিষকথা লয়ে?
কেন এমন আরবায়তনে?
কেন সে এমন বর্বর সর্বখানে,,,,!
ওরে তোরা কে কোথায় আছিস
যা,যা তোরা আমার ঘুড়িগুলোকে নিয়ে যা
প্যারিসের ফিলিপে ব্যানিয়েটের কাছে,,,,
একটু যদি বাঙালিয়ানা শিখে ঘুড়ি
বসে তাঁর পাশে,,।
######################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৯/১২/১৭