আজ কলসীর জল কেন থাকে না কলসীতে?
কেন কড়াইয়ে মাছের ভাজা গুলি উঠছে লাফিয়ে?
কেন ঠাকুরের আসনে ভোগ গুলি পড়ে আছে
আছে অসহায় আমার চোখের মত?


কেন শুনা যাচ্ছে,,,  
সবল ঠেলাগাড়িওয়ালার নিরুপায় চিতকার
থেমে গেছে কী আজ তার গায়ের চাকা
রাস্তার উপরে,,,?
ফুটপাতের কুকুরটাও এলো না  
খেতে কিছু দুয়ারে
হায় ঈশ্বর তারা কি জেনে গেছে
আজ যে  ভাই ফোটার দিন এ সংসারে,!!


আজ এ ঘরে কান্না ভিন্ন কিছু রান্না হবে না
এ ঘরে শ্মশানের দহন ছাড়া ঈশ্বরের কোন আসন রবে না,,,,
না,,না,,, না রবেই না কোন বন্দনা প্রেম কিবা সংগীতের
আজ এ আলয়ে গরম গরম তেলে ছেকে দেখা হবে মন,,,
বিষের বেদনা বিষ দিয়ে সারাবার এ যে এক আয়োজন,,,,,


আজ এ ঘরে পঞ্জিকার পাতায় দিন,মাস বছর দিয়ে
ছবি আঁকা হবে কোন এক ভাইয়ের,,,,
বিরহ,বেদনার সেতার দিয়ে হবে উতযাপন ভাই ফোটার
শক্ত  পিড়ি পাতিয়ে ঘরে
ঢুকুরে কেঁদে উঠবে বোন,,,,,,,,,
সামনে রাখা প্রদীপকে ছেপে ধরবে হাতে,,,,
জ্বলন্ত ধুপ নিয়ে অঙ্গুলি উপরে
নাচবে সে,,,
নাচব আমি,,,,
এক নরক যন্ত্রনায়,,,,,
কাচ ভাঙ্গা বরফের উপর হৃদপিন্ড রেখে।


আর বলব ঈশ্বরে,,,,,
প্রবাসী ভাইয়ের বোনের ঘরে এসে
ওহে পাষাণ,..........
ওহে পূজা আর মন্ত্র লোভী ভগবান;
দেখে যা আজ ভাইহীন বোনের
জীবন আর মরণ, কতটা সমান!!!


######################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২০/১০/১৭