এইত আর কয়টা দিন
তারপরই আকাশে আকশে কেবলি প্রজাপতি
রাস্তার পরে দাঁড়িয়ে যে লোক বিক্রি করে
জ্বাল চানাচুর,,,
সেও দিবে তোমাকে এক প্যাকেট আবির।
যে লোক কোনদিন ও জুতাপালিশ ছাড়া
অন্য কোন কাজ করেনি এখানে,,
সেও তোমার হাতে তুলে দিবে
এক মহাকাব্য সমৃদ্ধ মহাবই।
তোমাকে দেখলেই পাতায় পাতায়
গজাবে শুধু কলি আর কলি।
ধুমপানের ধোয়ায় নেচে উঠবে
চন্দ্রামৃত হাতে পরী আর পরী।
তোমাকে দেখলেই কবির কবিতার
লাইন ধরে নেচেই যাবে অর্ধ্ব-নগ্ন অপ্সরা।
চিকিৎসক এর মস্তিস্কে বেড়ে উঠবেই
মন্তর যন্তর এর সংসার ধারা।


এই তো আর কয়টা দিন
আমাকে দেখলেই
ষাঁড়ের গায়ে নেমে আসবে নুপুর ঝংকার।
পানির বুকেতে বাস করে মাছ
করে যাবে অগ্নি তপস্যা।
আমাকে দেখলেই সবচেয়ে নোংরা
ব্যাক্তিটিও চলে যাবে গঙ্গা স্নানে।
আমাকে দেখলেই ঝাড়ুদার মাসি
শুনাবে তত্ত্বকথা তার লিখিত তত্ত্বশ্রাস্ত্র হতে।
সবচেয়ে ভয়ংকর খুনীও আসবে জুস হাতে
কানে কানে কিছু আমাকে বলতে।
এই তো আর কয়দিন
আর কয়দিন পরে
আমার ক্লাসের আমার সবচেয়ে অমনোযোগী ছাত্রটিও
শিখিয়ে যাবে আমাকে মনোযোগ কাকে বলে।
যে বিক্রেতা সারা দিন শেষে
শুন্য হাতে ফিরেছে এতকাল ঘরে,,,
সেই আমাকে শিখাবে বাণিজ্য বলে কাকে।


আমাদের শিখাবে আগুন হতে জল
মৃত্তিকা থেকে শুন্য
কিবা মহাশুন্য
বিবাহের মালা কতটা বরেণ্য
আর কতটা জঘন্য!!