চলেই তো যাচ্ছ,,,!
যাবেই তো চলে,,,,তবু শেষবারের মত
আমার ঘরে একটু আসবে..? আসবে প্রিয়,,,?
আমি নিজ হাতে রান্না করে রেখেছি নানান কিছু,,,
না না তুমি খাবে না,,,।
যাকে অচ্যুতা করে যাচ্ছ
তার হাতের রান্না তুমি খাবে না,,,,!!!
বরং খাওয়াবে আমাকে!!! প্রাণভরে, আনন্দে উৎফুল্লে মুখে তুলে দিবে আমার
রন্ধিত আয়োজন গুলি,,,!দিবেতো?
যেভাবে বারোটি মাস ধরে খেয়েছ আমার হাতে,,,।তিলে তিলে নিয়েছ জীবন আমার মাঝে।
শেষবারের মত আসবে তুমি,,,
বসবে আমার সম্মুখে,,,তোমার অনাবৃত বদনে?


জানো তোমার জন্যেই আমি
সব দরজা জানালা বন্ধ করে দিয়েছি,,,
ভেতরে মনের মত করে জ্বালিয়ে রেখেছি
ধুপ,,আগর বাতি,,,।আগরবাতি চেনো?
পুড়ে পুড়ে যেটি সৌরভ ছড়ায় চারদিকে,,,!!
আসো,,, না চিনলে চিনিয়ে দিব আজ
তোমায়,,,হাতেনাতে।
তোমাকে দেখিয়ে দিব,,, শুধু আলোর জন্যে
টাংস্টেন তারের কত শ্মশান জীবন সহ্য করে যাওয়া।
হাসছ তুমি!! হাসবেই তো,,মৃত্যু মৃত্যু খেলাই যে
বাল্বের জীবন,,,।প্রতিক্ষণে ক্ষয় হতে হতেই বিয়োগের খাতায় বেঁচে থাকার হিসাব।
যে হিসাবের পথে আমিও হাটছি তোমাকে ধরে,,,
আর তোমার মতই বিদায় জানাচ্ছি অনেককে,,,
বিয়োগের বিদায়,,,


এই তো এই বিদায়ে বিদায়ে গত বইত্রিশটি শীতে
কত পাতা ঝরে গেছে তা কি আগত কোন বসন্ত জানবে?
না কি বুঝবে এমনিভাবে একদিন বসন্তেরও
বিদায় হবে তীব্র কাল বৈশাখির হাতে,,,
কি জানি বিদায়ের ঘন্টি ভুলে থাকি বলেই তো
আগমন এতটা সুন্দর,,
এই দেখ তোমাকে বলা হয় নি,,,তোমার উঠানে
আমার বেশ কিছু পদচিহ্ন রেখে এসেছি,,,
তাদের সাথে কভু আর দেখাই হবে না,,
দেখাই হবে না তোমার বাদল দিনের বৃষ্টির সাথে,,,
কথা হবে না তোমার গরমের দিন গুলির
খোলা ছাদে বসে চাঁদের সাথে,,,
জানা হবে না ব্যাঙ গুলি সেদিন কেন এমনি করে ডেকেছিলো আমায় দেখে,,,
চেনা হবে না আর তোমার রজনীগন্ধা,
যাওয়া হবে না সন্ধ্যামালতীর সাথে হেটে হেটে,,
যেমনি ষোল বছরের সাথে দেখা হবে না আর
যুবতি যুবক হওয়া প্রাণের,,,
দেখা হবে না,,, সদ্য ক্লাস টুতে উঠা বালকের
প্রথম শ্রেনীর প্রথম প্রথম অনুভুতি,,,
আর দেখা হবে না বাসর রাতের প্রথম চোখ,
অপরপক্ষের চোখে,,,তোমার হিসাব স্রোতের বুকে।
দেখা হবে না প্রথম ঋতুস্নান,,প্রথম প্রণয়,,,
প্রথম প্রথম সকল স্মৃতি তোমার অঙ্গনে,,,
সবাই ভালো থাকবে তো তোমার কাছে,,,?
স্মৃতির পথ ধরে ওরা থাকবেতো ভালো চিরন্তন,,,
শুকিয়ে যাবে নাতো তোমার নদী,ভেজা ফুল,
শিশির দেহের কাক,,,আর তুমি?
পুড়ে যাবে না তো তোমার গরমী মাট,ফুটবল খেলার দৌড় যেবে নাতো থেমে,,,গোল দেবার উৎসব আর না দেবার আক্ষেপ?
সে টা কি দিবে কেউ?  
পারবে কি দিতে কেউ তোমার বুকের পরে?
নাকি সম্প্রদান কারকে দান করে দিচ্ছ
আগামীর হাতে,,,
প্রজন্মের খেলায় সিড়ি ছেড়ে দিচ্ছ
অন্য সিড়ির তরে,,,?
যেমন করে জানাচ্ছ বিদায় আমাকে,,,,।
বলছ,,
আমি যাচ্ছি বন্ধু,,আমি যাচ্ছি চিরদিনের তরে,,
সিন্দুকে স্মৃতিতে তালা মারা হল সব,,,
প্রণয় কল্পনায় পাবে হয়ত ফিরে,,,
তবু যে আসিছে সম্মুখে
তাতেই হইও মত্ত
ভবিষ্যৎ সিন্দুক ইতিহাসের তরে