আজ কী শরতের কাশফুল গুলোও চলে যাবে?
কিবা ওই পাড়া সেই পাড়ায় খুশির রঙ্গে
বাচ্চাগুলোর হই হুল্লোর।
আচ্ছা কাল থেকে কী আবার বেহায়া স্কুল গুলো খোলা?
আবার সেই তোতা ময়না সাজার ঢং?
আবার কতগুলো মূর্খ প্রাণের অর্থের তাড়নায়
জ্ঞানি জ্ঞানি ভান।
কাল থেকেই কী আবার শুরু হবে কুরুক্ষেত্র ঘরে ঘরে
সিথির সিঁদুরের সাথে সিথির কিবা সিঁদুরের যুদ্ধ?
নাকই আজই?


আজই কী মন্দিরের প্রতিমা শুধু হবে প্রতিমা
ঠিক পাশের বাড়ির কুমারী শিলার মতন।
যার দেহে পূজা হয়েছিল কোন এক অষ্টমমিতে
কোন এক দূর্গা মন্দিরে, মা ভবতাড়িনীর।
অথচ গত এক বছর ধরে কপালে তার এক তিলক
কপালে এক কলঙ্ক টিপ,,,,
সে যে ধর্ষিতা,,,,।
আজই কী গা থেকে খোলে ফেলতে হবে নতুন জামা
আজই কী পুরাতন পোশাকটি গায়ে নেমে যেতে হবে মাঠে?
সেই পুরাতন পথে,,,?
আজ থেকেই কী কাজের মেয়েটির ছুটি হবে
নিরামিষ থেকে আমিষ রূপে?
প্যান্ডেলের পালায় পালায় লেগে থাকা
লাল- নীল বাতিগুলো আজ থেকেই হারাবে দম?


আজ থেকেই কী ভুলে যেতে হবে শুভেচ্ছা বিনিময়
কোলাকোলি, অভিনন্দন,নিমন্ত্রন,,,কিবা
সত্যম সুভম সুন্দরম গান?
আজ থেকেই কী দেবীর মন্দিরের দরজা হবে বন্ধ
ত্রিপালের কাপড় হবে ভাজ ত্রিনয়নীর বিদায়ের সাথে?
আজ থেকেই কী অফিসে অফিসে অসুরের চাষ?
আজ থেকেই কী শুরু হবে আমার একলা থাকা কল্পনায়
দেখব না কোন মা এই জগতের ঠিকানায়?
আবার কী শুরু হবে কান্না বিদায়ের
আর কত কাঁদব মা বল,ভার নিয়ে জীবনের?
আপন না হলেরে মা বিপদতাড়িনী
সবাই এভাবেই আসে এভাবেই যায়
তবুও বলি, শুভ বিজয়া দশমী।