#মানবতাবাদ


চোখের বালি উপন্যাসে প্রেমকে দাঁড়  করানো হয়েছিল মনস্তত্ত্ব  সমস্যার মাঝে আর আজ মানবতাকে দাঁড়  করানো হচ্ছে বা হয়েছে সেথায় ।  চারদিকে প্রেমের জায়গাটুকু দখল করে নিয়েছে অ-প্রেম।বিনোদিনীরা আজ পুং, স্ত্রী সর্বপরিচয়ে মহেন্দ্র,বিহারী রাজলক্ষী তথা এই সমাজের শিকার বা ব্যবহৃত প্রাণ। আর তাই লিখলাম------



নমস্কার,,,
কেমন আছ রবি বাবু?
ভালো আছ নিশ্চয়ই।


শুনো,,,,
যেদিন থেকে এ গ্রামের বনফুলগুলোতে
লাল রঙ লেগেছে
ঠিক সেদিন থেকেই তোমার সাথে আমার পরিচয়।
আচ্ছা বিনোদিনী দিদি কেমন আছেন?
কপালের উঠোনে মহেন্দ্র বাবুর ছেলেখেলা,
আর বিহারী বাবুর দোদুল্যমানতায়,
রাজলক্ষ্মীর ভ্রমের মাঝে কেমন যাচ্ছে
তার আজিকার দিনগুলি?


নিশ্চয়ই আমাদের মতই,,,,!


জানো রবি বাবু আজও শত শত বিনোদিনীরা
আমার মতই তোমাকে,,,
বাবু বাবু বলে চিৎকার করে ডাকে
আর খোঁজে  চারদিকে।
কিন্তু এই  বিনোদিনীদের কোন রবি ঠাকুর নেই,
নেই তাদের কথা সবার কাছে বলার
কোন লোক।
আছে শুধু মহেন্দ্র, বিহারী আর রাজলক্ষ্মী!!


তাই অনুরোধ রইল,,,
শহরের অলিগলি ধরে
যে বিনোদিনীরা আজও বাঁচার স্বপ্ন দেখে,
যে বিনোদিনীরা গ্রামের কোন অজ্ঞাত গৃহে বসে মহেন্দ্রদের বাসনার শিকার হয়ে  ক্রমাগত।
বস্তির মাঝে যে বিনোদিনীরা
বিহারীর লাল জামা আর সবুজ প্যান্ট পড়া
বদন দেখে,,,
তাদের জন্যে একটা গান লিখো,,,।
" আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি"


তুমি পঞ্চগড়ের দ্বিখন্ডিত যজ্ঞেশ্বর রায়ের
মঠে বসে,,,,
সাতক্ষীরার আশাশুনির সুরে,
সংখ্যালঘু মা ও মেয়ের উপর রাতভর রতিক্রিয়ার
নৃত্যলয়ে লিখিও,,,
"চিরদিন তোমার আকাশ তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।।"


তুমি হবিগঞ্জের সাঙ্গরের ধর্ষিতা
মালোয়ান গৃহবধুর ঘরে বসে লিখিও
" ও মা বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি"


লিখবে তো রবি বাবু?
লিখতে পারবে তো
তুমি ব্লগার অনন্ত দাস বিজয় আর
আশিকুর রহমানের জন্যে লিখিও
"ও মা অগ্রাহায়নে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি"
লিখো তেতুল হুজুরের মজলিশে বসে
"ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,,"
লিখতে পারবেতো রবি বাবু?
বিনোদিনীদের কথা বলতে পারবে তো
চোখের বালির মত?
কলমের বুকে থাকবে তো কালি
রক্তের মত?


দেখতে পারবে তো আমাদের চেহারা?
চিনতে পারবেতো আমাদের?
আজ আমরা রসরাজ দাস
সারা বাংলাদেশের।
--------------------------------------------------------------------
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৭/০৭/১৭