পিঞ্জিরা,,,
একটু খালি হবে?বড্ড ঠাসাঠাসি তোমার ভেতর
বাহিরটা কত মুক্ত,,এখানে একটু বেড়াতে আসবে?


রুদ্র, নাগো বাহিরটায় খুব দালান,
বিজনেস,নির্বাচন,বিশ্ববিদ্যালয়,,
কত শত চিন্তা,নানান ধর্ম,,
আর আল্লার বেশ বাড়াবাড়ি,,,।
মেকয়াপের দামগুলোও দেখ তরতর করে বাড়ছে,,
চা ওয়ালার নাম এখন কফিওয়ালা,,,
ডাক্তারের প্রেস্ক্রিপসনের দৈর্ঘ্য টাও আকাশ ছুই,,,


তোমাদের হাতে আর সবুজ কোথায়?
কোথায় হাওরের বুক দিয়ে চলে যাওয়া
মিষ্টি বাতাস গুলি?
সকালের ক্লক বেল থেকে রাতের সুইচ অফ
এই তো তোমাদের খাঁচা!!
এ থেকে কি ভালো আছে তোমাদের কাছে?
তোমাদের ভেতরটাও কি তোমাদের?


হই না আমি পিঞ্জিরা,,,
তবু  ভেতরে যে সূচাগ্র মেদিনী আছে
তাতে আমি ঈশ্বর আমি ই রাজা।
####################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
৩০/১১/১৭