১)
খোকা ঘুমায় খুকি ঘুমায়
রাতের তারা দেখে।
বিমান পাখি ঘুম এনেছে
চান্দের দেশ হতে।
ও বিমান তুমি ঘরে এসে
বিছানাতে বসো
রাত পোহালেই খেলবে মাঠে
একি জানো নাকো?
ঘরে আছে দুধের হাড়ি
মায়ের হাতে হাতে।
খোকা খুকির সাথে খেও
পাশা পাশি বসে।


২)


বানর বানর গাছে ঝুলে
লেজ নাড়াইয়া কাঠাল পাড়ে
পেট ভরিয়া কাঠাল খায়
কিছু কাঠাল দিয়ে যায়।
বানর ভাই বানর ভাই
এদিক ফিরে চাও
খোকার হাতে কলা আছে
একটু নাঁচ দেখাও।


৩)
বাস গাড়ি  বাস গাড়ি
বকুল তলা এসো
বকুল ফুলের মালা দেব
গলে পরে নিও।
যাবার বেলা বল শুধু
কেমনে সেথা যাই
চাঁদ দেশের যেথা আছে
বুড়ি আর বুড়াই।


৪)
বাবার সাথে বাজার যাব
রুই কাতলা ইলিশ কিনব
কলম পেন্সিল যাই লাগে
সব কিছুই কিনব আগে।
কিনব একটা রঙ্গিন ঘুড়ি
হাটব বাবার হাত ধরি।
ও বাবা ও বাবা
একটা চকলেট কিনবো
ঘরে বসে বোনের সাথে
ভাগ করে খাবো।


৫)
বিকাল হলে খেলতে চলো
বাড়ির পাশের মাঠে
বিড়াল মাসী বাঘ সেজেছে
দেখবে হেসে হেসে
ও বিড়াল ও বিড়াল
বাঘ হলে কবে?
ঘরে আছে দুধের বাটি
তা কখন খাবে?


৬)
বলের ডিম বলের ডিম
তাল গাছে ঝুলে।
বাবা গেছে বল আনিতে
তাল গাছের পাশে।
একটা নয় দুটা নয়
কয়েক গাড়ি বল,।
বাবা আনছে কষ্ট করে
চল খেলতে চল।


৭)দূরের তারায় আগুন জ্বলে
খবর দিছে বুড়ি
চাদের বুকে রুপার থালায়
রুপার ছিঁড়া মুড়ি।
রাত হলে সব শিশুদের
খাবার দাওয়াত আসে।
এই শুনিয়া খোকা বাবু
দাঁত  মেলিয়া হাসে।


৮)
রাতের বেলা খোকা উড়ে
পাখ লাগিয়ে পিঠে।
দেশে বিদেশে ঘুরে বেড়ায়
নানা রঙ্গ সুখে।
উপর থেকে দেখে সে
মা কাঁদছে ঘরে
অমনি খোকা মায়ের কোলে
উড়ে এসে পড়ে।


৯)
ভুতের রাজা মণ্ডা মিয়া
লম্বা লম্বা ট্যাং
সকাল বিকাল খায় শুধু
জ্যান্ত ধরে ব্যাং।
পানির সাথে লবন দিয়ে
এক চিমটি গুড়
পেটের ব্যথা সারায় রানী
গেয়ে গানের সুর।


১০)
লেবু পাতা লেবু পাতা
লেবু পাতার রস
আমার খুকির জ্বর হয়েছে
ঠোটে এসে বস।
খুকি আমার বড় বোকা
খায় না কিছু হায়,,
সারাদিন উপোষ থেকে
শুধু কেঁদে  যায়।
খুকি যদি হয় ভালো
কাল সকাল বেলা
তোমার সাথে করবে খুকি
লুকোচুরি খেলা।


১১)


সকাল বেলা সূর্য বেটা
বড্ড এক পাজি
রোজ রোজ বিছানাতে
ছেড়ে দেয় বাজি।
ঘুমের দেশে যাব যখন
পরীর পাখায় ভেসে
ওমনি বেটা চোখের কাছে
মরিচ বাটা পিষে,,
বাবা বলেন কোলে নিয়ে
খোকা চোখ মেলো
বাবুই পাখি ডাকছে তোমায়
কান পেতে শুনো।


বাবুই পাখি বাবুই পাখি
গান তুমি গাও
বালিশ পাশে বসে আমার
ঘুমখানি ভাঙ্গাও।


১২)


দিদির বাড়ির সামনে একটা
বড্ড ধানের ক্ষেত,,,
হাজার ফড়িং উড়ে সেথায়,
নিয়ে লেজের বেত
ফড়িং ভাই ফড়িং বোন
আমার কথা শুনো
সামনে আছে টিয়া পাখি,,
উড়াল দাও না কেনো?