হেটে হেটেই যাচ্ছিলাম মাটির উপর দিয়ে,
ঠিক মাথার উপর দিয়ে কিছু বাবুই
উড়ে যাচ্ছে বাতাসে ভর করে।
বাতাসে ভর করা কেমন বাবুই?
এত সাধের মানব জীবন লয়ে তো কভু
জানাই হল না
কীভাবে আপন গুনে উড়া যায় আকাশে,,,?
হয়ত পাশের বাড়ির নবীন ছেলেটি সাদা কাগজের উপর পেন্সিলে বাতাস আঁকছে,,
আর উড়াচ্ছে তাকে যাচ্ছে তাই করে আকাশে,,,।
কিন্তু সেই পেন্সিলটা কতদিন পাখি?
পাখার জোর বেশিদিন থাকে কিনা জানি না,,
কিন্তু পেন্সিলের জোর,,,?
যে পেন্সিল দিয়েই এক রাতের আধার কেটে
চিঠি পৌছিয়ে দিয়েছিল বাতাস,,,
লিখে দিয়েছিল আজ রাত লজ্জা পাবে,, এই বট তলায়,,,
আজ রাতে তারারা মুখ লুকাবে সরমে,,,
শুধু তুমি এসো নরম পায়ে গরমে গরমে।
ভুলিও না কভু
একটি সতেজ, তরতাজা ফুল আনিতে,,


পেন্সিল আমি ভুলি নি,,,
ঠিক নবীনের মতই সেদিন উড়েছিলাম,,
বৃন্দাবন হতে অযোধ্যায় রামের বিবাহ আসরে,,
আমি জনক পুরে তীর ভাঙ্গার আসরে গেলাম,,,
লিওনার্দো ভিঞ্চির তুলিতে মিশে গেলাম,,,
সিন্দু সভ্যতার ইট পাথরে লেগে থাকা নারীর তৈলচিত্র দেখলাম,,
এক পলকেই ঘুরে আসলাম বেবিলিয়ন সভ্যতা হতে,,,
যেদিন কেবল ঘুর্ণন শুরু হয়েছিল পৃথিবীর।
কিন্তু লাভ কি হলরে,,,মদের কোম্পয়ানির লাইসেন্সটা বেশ শক্ত হল,,,আর জব্বর মাতাল হলাম আমি,,,শুধুই মাতাল,,
হুর হুর করে মদের কোম্পানিটা আকাশ ছুইল,,,
তখনি অস্পৃশ্য ঘৃন্য হলাম,,,এই আমি।
মদ খেয়েছি বলেই তো মদ এত দামী,,,
কিন্তু আজ আমিই নিষিদ্ধ,,,মদের কাছে।
ওই দেখ কিছু ব্যাঙ জল ছেড়ে পাড়ে এসে ডাকছে,,,
কতক্ষন বল দেখি এ ডাকাডাকি,,?
নিষিদ্ধ করুক জল তারে? পারবে কি রুখতে একেবারে,,,,?
জলেরও যে ব্যাঙের চোখের জল দরকার।
ব্যাঙ কাঁদুক, মেঘ ডাকুক,বৃষ্টি আসুক,,,
এই দেখ দেখ বৃষ্টি চলেই আসল,,,
কিন্তু আসলো না শুধু সেদিনের উড়াউড়ি,,,,পেন্সিলে আঁকার মত উড়াউড়ি,,,
তরতাজা ফুলটা আমার বেশ শুকিয়ে গেছে পাখি,,,
তবু মদের স্বাদ এখনো ভুলে নি,,
আর এক ফোটা মদ খেলে সে মারাই যাবে,,,
তবু তবু পাখি,,,নিবে কি তারে তুমি তোমার ওষ্ঠে বসায়ে,,
উড়িবার সাধ,,,জুড়াইবে যে এমনি দহনে দহনে
পেন্সিল এভাবেই কি যাবে একবার আতুর ঘরে
আরেক বার শ্মশানে,,,