অপরাধ টা কি,,,
সেটা কি বলতে পারো,,
একটা গাছ যখন বড় হবে
তখন ওর ডালপালা,,বড় হবেই,,,
কলি আসবেই,,ফুল ফুটবেই
নিয়মে যে অনিয়ম নেই,,,


আমার বাড়ির আদরের গাছটার হলও তাই
বিশ্বাস করো পাশের বাড়ির ছাদে টব দেখে
কোন দিন বিন্দু মাত্র আফসোস হয়নি তার।
কিন্তু আমার আজ হচ্ছে,,,
হ্যা সত্যি বলছি হচ্ছে,,,
ঈশ্বরের উপর।
তুমি জিজ্ঞেস করবে না,, কেন হচ্ছে?  
কেন হচ্ছে আমার আপসোস?


কারন গরীবের ঈশ্বর,,গরীবই হয় বলে,,,
ডালপালা গাছটি না হয় মেলতে পারে নি,ওই ভাবে।
কলি দু একখান এসেছিল কিন্তু
ভোরের হাওয়া আর কোথায়
যে ফুল ফোটাবে
তাই বলে এমনি ভাবে তার জন্যেই
পুড়ে যাবে পৃথিবীর সমস্ত উপাসনালয়,,,
কলি গুলির কোন খবর অনুভব
যাবেই না প্রজাপতির কাছে,,,,
কেন দাদা,,কেন
গরীব গাছের বেঁচে থাকার প্রেম কি
প্রেম নয়,,
নাকি এ একটি ভ্রম।
যে ভ্রমের কোন হিসাবই নেই উপরের পাতায়
আছে শুধু এক অবহেলা,,,
হোক না সে জন্ম,তবু অবহেলা
হোক না সে মৃত্যু তবু অবহেলা।
কিন্তু কেন?