তুমি ঘর বুঝ, বাজার বুঝ
প্রেম বুঝ না।
বনের পাখি বন চিনিলেও
প্রেম ছাড়ে না।


তোমাকে বুঝাতে আমি
পড়লাম কলংকের মালা,
সব চিনিয়া সব জানিয়া
আমারেই চিনলায় না,,,
ওগো যে মানুষ হয় প্রেমের কাংগাল
তারে বাঘেও খায় না।
বনের পাখি বন চিনিলেও
প্রেম ছাড়ে না।


সবুজ ছায়ার ঘর আমার
তুমি লাল কালির ঠিকানা।
ঘরের গাভিও ঘাস খেয়ে মাঠে
ঘরের প্রেম ভুলে না।
ওগো যে মানুষ হয় ফুল ভিখারী
তারে সাপেও খায় না।
বনের পাখি বন চিনিলেও
প্রেম ছাড়ে না।



তোমার আশায় বারোমাস আমার
যায় ঢোল বাজাইয়া।
তুমি ঢোলির হাতে কাঠি দেখলা
আওয়াজ শুনলা না।
ওগো যেজন তোমার লাগি গৃহত্যাগি
তারে কভু কষ্ট দিও না।
বনের পাখি বন চিনিলেও
প্রেম ছাড়ে না।


--------------------
রুবেল চন্দ্র দাস
গান ; প্রেম ছাড়ে না
০৭/০৭/১৭