জানো আমার একটা আলমারি আছে,,,
খুব সুন্দর।
রাত বিরাতে দেবতারাও চুরি করতে আসে তা!!!!
কিন্তু জানলে তো,
ঐ আলমারির চাবি কোথায় রাখা আছে,,,?
আমিও যদি জানতাম চাবিটি কোথায়,,
তাহলে দেবতাদেরকে পাশে বসিয়ে বলতাম,,,
এই দেখ,,,নদী! চেন?
এই দেখ নদীর পাশে কাশফুলের  ভাষা!
আর নদীটির উপর দিয়ে চলে যাওয়া
ময়ুরপঙখী ডিঙ্গি,,,!!!
তারপরে লজ্জাবতী চাঁদ,,,আর তারার আকাশ,,,!!!
এই দেখ কিছু আওয়াজ
মাঝ রাতে দূরের কোন বন থেকে,,,
কিছু গোলাপ ফোটার শব্দ বাগান থেকে।
আমি একেবারে হাতে ধরিয়ে দেখাতাম,,
বসন্ত কেমনে গাছের পল্লবে পল্লবে
ডেকে আনা হয় কাছে,,?
কেমনে কোকিল সুরের রচনা করে কন্ঠে?
আমি পাখির ডানা ধরে ধরে দেখিয়ে দিতাম,,,
শরতের আকাশেও সাদা বকের রঙ্গিন উড়াউড়ি!
কিন্তু আমি যে জানিনা চাবিটা কী?কোথায়?
এই তো গত রাতে চণ্ডিদাস এসে জিজ্ঞেস করল,,,
রজকিনীর এমন একটা আলমারির
চাবিটা খুব দরকার!!!
১৪ বছর পর সবকিছু হারিয়ে ফেলেছে যেন কোথাও?


অথচ আমার আলমারির বয়সটা বাড়েই না,,,
দশ বছর ধরে দ্বিতীয়া জন্মদিনটাই পালন করে যাচ্ছে,,,।
আর ইচ্ছে করলেই দাড়াচ্ছে সামনে এসে,চাবি হাতে,,,!!
বলছে নে নে খোলে নে.....
দেখে নে তোর সব।
কোথায় কেমন করে রেখেছিস এলোমেলো করে?
মা গো প্রেমে এত অগোছালো তোরা,,
হতে পারিস কেমনে?
ডায়রীর বুকে কত কিছু লিখে রেখেছিস,,!!!
ছি ছি এত নোংরা,,,পড়ি নি আমি।(?)
লজ্জার চোখে এত নষ্টামি,, কি গেন্নাগো,,,!!
তোরা লিখে লিখে এত ভাবিস? দমে দমে কেন নয়?
তবে সেথায় যে গোলাপ ফুলটা ছিলো,
তা আমি শুকনো হতে দেই নি।
জলে জলে জিইয়ে রেখেছি।


নে নে একটু প্রাণভরে ঘ্রাণ নিয়ে নে,,,
সে রাতের নীরবতার ঘ্রাণ,,,
সে সন্ধ্যেবেলার জোনাকির ঘ্রাণ,,,
দূর পথে হেটে কাছে আসা
তোর কোন পথিকের গায়ের ঘ্রাণ!
লুকিয়ে লুকিয়ে পান খাওয়ার ঘ্রাণ!


নে নে পড়ে নে সেদিনের তোর আরব্যরজনী।
চা বাগানের সমান্তরাল চা গাছ গুলোর মাঝেও
উচু নিচু পাহাড়,,,টিলা, পর্বত,আর সুরঙ।!!!
প্রাণ ভরে পড়ে নে,,,,
একটা গোপন জীবন,আর গোপন একটা কাহিনী।


আমি পড়ি সময় পেলেই পড়ি
আমার দ্বিতীয়া বর্ষের উপন্যাস,,,।
যে উপন্যাসের নায়িকার আজ দুটি সন্তান,,,
তবু আলমারিটার ভেতর সে অবিবাহিতা কুমারী।
চিরন্তন পুষ্পবিলাসী কুমারী,,,,
কোন এক রাজকুমারের তরে
সেজেগুজে বসে থাকা চিরন্তন এক পরী।
স্বপ্ন পরী।
---------------------------------------------------------------------------
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৪/০৮/১৭


( আজ এমন এক জনের সাথে কথা হল,,,,যে কিনা আজও একটি বিষয় নিয়ে আমার সাথে খুবই  সৎ। তবে দুজন দুদিগন্তের বাসিন্দা।কবিতাটি তাকেই দিলাম উপহার।)