শহরের চুল অলি গলি বেয়ে
ইট কংক্রিটের জঙ্গল ধরে
ধারাবাহিক ভাবে দিচ্ছি যে পরীক্ষা,,,
এইত তার একটি সমাপ্তি হলো।
তাই বাড়িতে যাচ্ছি,,,
যে বাড়ির পদ ছোঁয়ে চলে গেছে একটি নদী
যে বাড়ির উপরেই আছ ঠিক বড় একটি বট গাছ,,
ঠিক সেই বাড়িতেই যাচ্ছি,,,
বিশাল মাঠের পাশে বিশাল একটি গ্রামে যাচ্ছি।
সবুজ ঘেরা অভয়ারণ্যে যাচ্ছি,,
যাচ্ছি শিকল হীন সেই বাছুরের উন্মুক্ত পায়ে।


কিন্ত কেন যাচ্ছি? কেন?
অনেক দিন ধরে মাথার পরে
কোন ছায়া পাই নি সাদরে,,,
তাই কি যাচ্ছি ফিরে?
বৃষ্টিতে ভিজেছি,রোদে শুকিয়ে হয়েছি কাঠ,,,
না তবু কোন ছায়া পাই নি,,,
পাইনি কোন স্রোতস্বিনীর ছোঁয়া,,
অনেক দিন হলো নিজেকে
ছড়িয়ে দিতে পারি নি উঠানে,,,
সোনার মত ধানের গায়ে বসে  
আলো মুখে উঠতে পারি নি হেসে।
কেন পারি নি?
শুধু দিয়েই গেছি পরীক্ষা,,,
পরীক্ষার পর পরীক্ষা,,,
মন্দিরের সাথে মসজিদের পরীক্ষা,,
মাদ্রাসার সাথে স্কুলের পরীক্ষা
পশুর সাথে মানুষের প্রতিযোগিতার পরীক্ষা,,
পরীক্ষা দিয়েছি প্রতি মুঠি শ্বাসে,,প্রশ্বাসে
দিয়েছি বাঁচার পরীক্ষা মরনের হাড়িতে!!


কিন্তু এই পরীক্ষা কি সত্যি কোন পরীক্ষা?
খাতা ভর্তি মার্কস কি জীবনের মার্কস?
কি জানি!!
এই দেখ দূরে  কোথায় কোন গাছের নিচে
বৈশাখের তাড়া খেয়ে আশ্রয় নিয়েছে  গবাদি,,,
তার পাশের বাড়িতেই রান্না করে
বসে আছে কোন গৃহিনী,,,
শরবত নিয়ে দাঁড়িয়ে আছে কোন  কুলবালা,,,
কে জানি আসবে?
তাড়া খেয়ে রোদের আক্রমন ভেদ করে
কে জানি ফিরবে,, ফিরবে ঘরে!
কিন্তু কবে ফিরবে সে?
ফিরলেই কি সব ফিরা হয়?
ঘরে বসে থেকেও কী সবাই ঘরে থাকে?
পাশে বসেই তো বিশ্বব্রহ্মান্ড ঘোরে নেয় মন,,,,
যে মন পরীক্ষা দিতে চায়
জীবনের নৌকায় বসে,, বৃষ্টির যুদ্ধে,,
পরীক্ষা দিতে চায় অগ্নির মেলায়
পরীক্ষা দিয়েই যায়,,কান্নার আশ্রমে,,,
পরীক্ষা দিতেই হয়
পথের সাথে পাল্লা দিয়ে পথ হয়ে,,
পরীক্ষা দিতেই হয় পরীক্ষার সাথে!!
তাহলে ফিরা হবে তো বাড়িতে?
নাকি নিজ গৃহে ফেরাও এক পরীক্ষা!
ভীষণ এক পরীক্ষা...!
সেই কালো কোকিলের
আলো ভরা সুরের গ্রামে ফিরার এক পরীক্ষা!


উন্মক্ত মাট, লম্বা নদী,সোনা ঝরা ধান,,
অন্তহীন সবুজ প্রান্তর,,বিশাল হাওর
বিরাট বট বৃক্ষ,
এর ছায়ায়,,, এর ছোয়ায় থাকাও যে
এক পরীক্ষা,, বড় পরীক্ষা!
##########
রুবেল চন্দ্র দাস
প্যারিস