ফাল্গুন মাস,,,কোন ফুলের পরাগ রেনু কোন ফুলে গিয়ে লাগে,,,তা কে জানে?
কিন্তু তুমি বলেছিলে জানতে,,,সব বুঝে নিতে অক্ষরে অক্ষরে,,,,।
কীভাবে বুঝবো ঠাকুর,,,।আমি যে তখনো
নাড়িটার উপর হাত রেখে জিজ্ঞেস করি,,,
হ্যা নাড়ি তুমি কার সাথে এমন বিচ্ছেদ রচনা করেছ,,,? তুমি কার ঔরসের কথা ভুলতে নিজেকে নিয়ে এসেছ এত দূরে? কি তার নাম?
বিশ্বাস করো এখনো আমার সাধ জাগে না তার চেহারা দেখতে,,, কিন্তু খুব ইচ্ছে করে সেও কি মানুষ ছিলো? সেও কি মানুষ ছিলো যে আমাকে দশ মাস দশ দিন পেটে রাখতে পারলেও,,,একটি সেকেন্ড রাখতে পারেনি বুকের উপরে? খুব ইচ্ছে করে জানতে,,,মানুষের পিতা মাতা কি মানুষই হয়?নাকি সব পিতা মাতা সন্তান ফেলে দেয় ডাস্টবিনে?
এই কথা শুনে তুমি আমার মুখ চেপে ধরতে,,,
বলতে,,ফুল দেখতে,পাখি দেখতে,পশুর প্রেম দেখতে,,
নদীর জলে মাছের রাজ্য দেখতে,,বলতে তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে,,।
আমি তাই দেখি জান।আমি আজো তাই দেখি,,
কিন্তু চোখটা আমার জানি কেমন হয়ে গেছে,,,
তোমার চোখে আর সবুজ বাগানে সরিষা ফুলের মাঝে
উতালা ভ্রমর দেখি না,,,
তোমার চোখের ভেতর নীলাভ জ্যোৎস্নাময় রাতের বুকে প্রসবিত নদী দেখি না,,,,
কোথায় যেন তোমার চোখের ভেতর বাইজির নুপুরের ছন্দ দেখি,,,কোথায় যেন তোমার চোখের ভেতর কতগুলো মদের বোতল লেবাসে বিষের বিস্ফারণ দেখি,,,
দেখি দিল্লিতে প্লেকার্ড হাতে তুমি ধর্ষিতের পক্ষে দিচ্ছি বিক্ষোভ মিছিল,,,
তোমার চোখে শুধু ক্ষুধা দেখি,,,রাতভর বুভুক্ষের যন্ত্রণা দেখি,,,
কেন জানি তোমার হাতটা আমার কাছে আর তোমার হাত মনে হয় না,,,,
মনে হয়,,প্রতিবেশি সেই কুকুরের,শিয়ালের,,,।যারা সূযোগ পেলেই হুমরি খেয়ে পড়ে মুরগীর খামারে,,,,।
কেনো জান? আমি কি অসুস্থ হয়ে গেছি ভালবাসায়? নাকি তুমি আমাকে অসুস্থ বানিয়ে ফেলেছ ভালবেসে,,,,?
তুমিই আমাকে শিখিয়ে ফেলেছ,,ভালবাসার চোখে অবজ্ঞা দেখা শত কোটি মৃত্যুর সমান।বার বার জীবন্ত দগ্ধের সমান,,,
জান তুমি কি আমাকে শিখিয়ে ফেলেছ,,,বাতি জ্বালিয়ে দিয়ে সেই বাতিতে না পুড়া মানেই,,,,বাতির পুড়ে যাওয়া।তুমি কি আমাকে শিখিয়ে ফেলেছ,,ভালবাসার খাচায় জায়গা মাত্র দুজনের অনুভুতির গোপনে গোপনে,,
তুমি কি শিখিয়ে ফেলেছ,,,প্রেম মানে ভরসা নয়, প্রেম মানে আশা নয়,,,প্রেম মানে
কাছে পাওয়ার অতৃপ্ত ব্যাকুলতা,,,
আমি কি তাহলে প্রেম শিখে ফেলেছি? আমি কি তাহলে জেনে গিয়েছি এই দুনিয়ায় এখনো মানুষ ভালবাসতে জানে,প্রাণে প্রাণে প্রেম করতে জানে?এই দুনিয়া এখনো কৃষ্ণ কৃষ্ণ খেলতে জানে,,,,
তাহলে এ কেমন শিক্ষা হল আমার,,,,এ কেমন জানা হল জান এমন প্রেম এমন পৃথিবীতে শিখে?
কি এমন বেশি প্রেম শিখে ফেলেছি যে
তালাকটা তোমাকে দিতেই হল অবশেষে?
না না জান এতে তোমার দোষ নেই,,,বিন্দুমাত্র দোষ নেই,,,,।
কবুল কবুল কবুল দুজনে বলেই হয় মিলন,,,
আর তালাক, তালাক, তালাক তুমি বললেই তো হয় বিচ্ছেদ,,,
ঠিক আমার নাড়িটার বিচ্ছেদের মত,,,,।
জানো জান,,আমার নাড়িটা না কভু বিচ্ছেদ চায় নি,,,কভু চায় নি এমন পরিচয় হীন হয়ে পড়ে থাকতে আজীবন ধরে এই ডাস্টবিনে?
এই ডাস্টবিন থেকে থেকেই ধিক্কার জানাতে তাদের,,,
যারা প্রতারণার নাম দেয় প্রেম,,,,আর প্রেমের প্রণয়ের নাম দেয় প্রতারণা ,,,, এই আমার মত প্রতারণা;জারজ প্রতারণা,,,!