আমাকে একটা কবি দাও
যে কবিতা লিখবে না,,,শব্দপাণ্ডিত্যে,
মানুষের কথা লিখবে তার কাব্যক্যানভাসে।
কল্পনায় স্বর্গ খাবে না অলীক সাধনায়
মাটিতে বসে ভাত খাবে একসাথে,,,।


আমাকে একটা কলম দাও
যে ধর্ম পরিচয়ে কেবল লিখবে না বানী,,
কেঁদে উঠবে না শুধু বাকা চন্দ্রের লাগি
দিবে না বুক শুধু আলিয়ান কুর্দিকে
ইয়েজাদিদের জন্যে কাঁদবে দিনেরাতে।


আমাকে এমন একটা দেশ দাও,,,
যার মাটিতে লাগানো হয় মনুষ্যেতর গাছ
পশু প্রেম পরিমাপ করে বিবেকের,,,
যে দেশে ধর্মতলার চেয়ে বুদ্ধি তলা বেশি
যেখানে মায়ের গর্ভে গর্ভে জন্ম নেয় শুধু মানুষ
আমাকে এমন একটা দেশ দাও
যার সংবিধানে
কোন ধর্মের প্রতি পরকিয়া থাকে  না
থাকে না কোন বিশেষ রোগ,,,,


আমাকে এমন একটি সমাজ দাও
যেখানে টুপির চেয়ে শস্য বেশি,,,,
ওয়াজের চেয়ে পবিত্র হৃদয় বেশি
খুব বেশি পরোপকারীতা,,।


আমায় এমন এক পুস্তক হীন পুস্তক দাও
যেখানে ঘৃণা হয় না শিখানো
ইনিয়ে বিনিয়ে,,,
ব্যবধানের দেয়াল দেখানো হয় না
খাদ্যাভ্যাস আর চরিত্রাভ্যাসে,,,
যেখানে সমকামিদের পরিচয় থাকে শিখণ্ডী রূপে
নারীকে ভাবা হয় না খাদ্য গুনে।
যেখানে পরনিন্দা নেই,,পরচর্চা নেই
নেই রক্ত,খুন আর ধর্ষণের পথ।


আমি পাবো কি এমন কিছু
কেউ কি করতে পারে আমার তরে
এমন শপথ।
##########################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৪/১০/১৭