গরুরু শিং এর ঢগায় মাটি এখনো লেগে আছে,,,
নিরীহ নরম মাটির এমন চিহ্ন মাটির গায়েই
আছে বেশ,,,।
তবে এ কেমন মাটি লাগানো হচ্ছে মধুমতির গায়?
এ মাটি তো নিরীহ নয়,,,,
এ মাটি বেশ শক্তিশালী,,,,,,,
এ মাটি ছল জানে,কল জানে, বল জানে,,,,


আজ বেশ কয়েকদিন ধরে বেল গাছটার তলার
মাটির এমন অবস্থা,,,,
যে পারে যেমন পারে সে মাটিতে
এনে দিচ্ছে নাসা থেকে উষা দিদির গলা পর্যন্ত।
কিন্তু কেন?
এই মাটির পাশেই মধুমতী বালার মাথার দুপাশে
দুটি জঠা,,,
অতএব মধুমতি বালা সেদিন থেকেই দেবী,,,
সেদিন থেকেই মধুমতি বালার টিনের চালার স্থানে ইটের  বাহাদুরী
সরিষা তেল কোম্পানির ভাঙ্গা ঘরে মস্ত বড় উড়োজাহাজ।


অথচ আজ শত দিবস ধরে মধুমতী বালা
নিখোঁজ,,,
মাথার জঠা দেবী হতে হতেই নিরুদ্দেশ,,,
কোথা যেন তার দেবীত্বের বাজার আরো বেশি
পোস্টার এর চমক আরো উজ্জ্বল,,
আরো বলশালী,,,তার বেল তলার মাটি,,
আর তাই
নিরীহ মাটি ধীরে ধীরে শক্ত হচ্ছে বেশ,,
মাটি থেকে পাথর হচ্ছে বেশ,,,,
কিন্তু দূর্বল হল কেবল মধুমতী,,,


গুম হয়েই পচে গলে খাদ্য হতে হল
কোটি কোটি পোকা মাকড়ের,,,
বাড়লো কেবল বেল তলার আয়ু,,
আর তার মাটি।