আমি বিছানায় শুয়ে আছি,,
কিন্তু মন,,?
কোথায় সেটি, কোথায়,,,?
এই দেখ এটিকে নিয়ে আর পারছি না,,,
মুখার্জি বাড়ির দেয়ালের পাশে লম্বা হয়ে শুয়ে আছে,,,
কি বেহায়া মন গো আমার।
এ বাড়ি হতে রাতের বেলার একটা
ঘামের গন্ধ পাবে বলে।
ওই তো কাল,,,কাল কি হয়েছ জানো,,,
এই একই অবস্থা,,
হারামিটাকে খোজে পাই না তো পাইই না,,,পরে খুঁজতে খুজতে গিয়ে পেলাম
মন্দপল্লীর পাড়ার ভিতর,,,,
ছি ছি কি ঘেন্না কি ঘেন্না,,,
সেখানে গিয়েও মদ খেয়ে রস খেয়ে
মন আমার চিৎপটাং।
পরশু পেলাম বাড়ুই গ্রামের বাটু ডাকাত সর্দারের কাছে,,,
এর আগেরদিন,,তাও একটু ভালো ছিল,,,
নানান মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াল,,,
স্বামীর বাড়ি ছেড়ে দিনের মধ্যেই
শতবার গেল বাবার বাড়ি,,,
স্ত্রীর সাথ ছেড়ে চলে গেল
গৃহ ধর্ম ছাড়ি,,,,বনবাসে।
তারপর ওমুকের সাথে তমুকের,,
তমুকের সাথে ওমুকের নানান দুর্গন্ধ
কিবা গন্ধের নারদিয় আদান প্রদান।
আরো যে কত কী,,,,

আচ্ছ বলো তো এই বেত্তমিজ মনটা নিয়ে কি করি,,,
আবার বিয়ে করতে চায়,,,তাও হাজার খানেক,,,,,
মদ খেতে চায়,,,
বউদি দেখলেই কৃষ্ণ হতে চায়,,,
রাজার সাথে রাজা,,
আবার প্রজার সাথে প্রজা হতে চায়,,
স্কুলের ছাত্রের চেয়ার ছেড়ে দিয়ে
শিক্ষকের চেয়ারে বসতে চায়,,
চায় ব্যাংকের সিন্দুকের সাথে
নিজের ঘরের এক গোপন লাইন বানাতে।
মনটা বেশ মোল্লা হতে হতে নারীর নাচ দেখতে চায়,,,
সাধু হতে হতে শত পুত্রের জনক হতে চায়,,,
চায় একটু সাপ হবে,,খাটের ভেতর ছাড়পোকা হবে,,,
মাটি হয়ে ছাদ টা ধরবে,,,
আবার ছাদটাকে রাতারাতি মাটির সাথে
মিশিয়ে দিবে,
তেলাপোকার মত পাখা নিয়ে
ঘরের ভেতরেই পাখি হবে,,
হাড়ির ভেতর ভাত হয়ে থাকতেও চায়,,,
তবে বেশি চায়,,,
নদীর জল হয়ে সাগরের সাথে
মিশবে তো মিশবেই,,,
ওই যে নদীর জলে কত রমনী
স্নান করে,, দেহ জুড়ায়ে।
কি করি বলো এই গিরগিটি মনকে নিয়ে,,,
আমি থাকি হেথায় বসে,,,
মন আমার অন্য দেশে,,,ভিন্ন বেশে,, শনিতে মিশে।