( কিশোর, কিশোরীদের জন্য লেখা)


আমি হব এমন মানুষ,,আমার সোনার দেশে
যে নিজের দোষ আগে খোজে পরকে ভালবেসে।
পরের নিন্দা,পরের চর্চা করবে না কভু
ভাল কাজের পথ হেটে পাশে দাঁড়াবে শুধু
কে মারিলো,কে বকিলো,কে করলো নষ্টামি
এসব কিছু আমার ভাবা বড়ই ভন্ডামি
আমি থাকব আমার কাজে দিন রাত মেতে
সবাই যেন সবার মত শষ্য পায় আপন ক্ষেতে।


নারীর পোশাক,নারীর দেহ নারীরই বিষয়
এসব নিয়ে কথা বলা আমার কাজ নয়।
ধর্ম ধর্ম ধর্ম বলে যারা মানুষ করে খুন
তাদের থেকে শত দূরে আমরা ভাই বোন।
পরের কাজে নাক গলায়ে হব না পন্ডিত
পরের জন্যে কাজ করে গড়ব নব রীত।
আমার সামনে আছে যে লাইনে দাঁড়িয়ে
তাকে কভু যাব না ভাই বলে এড়িয়ে।
কেউ যদি বিপদে পরে আপন কর্ম দোষে
হাতটি তার ধরব টেনে তার পাশে বসে।
উপদেশ আদেশ নয় কর্ম করে যাব
সবার মাঝে আছে ভালো ইহাই ভাবিব।
ভাবব আমরা সবাই ভালো সবাই মন্দ ভাই
মানুষ হতে হলে মোদের মানবতাবোধ চাই।