তুমি যখন পাহাড়ের উপর দাড়িয়ে
বাকা চাঁদের পতাকা উড়ালে এক অস্থির নৃত্যে।
চারদিকে তখন শিয়াল ধ্বনি উঠলো জেগে
পাহাড় কাপিয়ে গর্জে উঠলো জনতার সমস্বর ।
মুসলিম মুসলিম বলে ছাপা হল ছাপাখানার
জিকিরি সব পত্রিকা!
ঈদের রঙে রাঙ্গানু হল টিভি, রেডিও পেস্টুন।
ফেস বুকের বড় সিনেমা হলটাও
তখন বাহুবলীর মত
ইসলাম বলীর জয়জয়কার।
তোমার নামে ইসলামের সমার্থক নানান ফতোয়া।
যখন তুমি শুয়র ভোগ্য দেশে
হালালের আয়োজন কর নানান কর্ম চাঞ্চলে..
তখনো তুমি ইসলামি বীর..
তোমার নামাযি অভ্যাস, কোরানি আচরণ
বন্দিত হয় বন্দনার প্রচারনার ডিজিটাল মাইকিংয়ে।
তুমি-ই ত আদর্শ নবীর আদর্শ শিষ্য..
দেশ দখল বন্দোব্যবস্থায় তুমি শরিয়ার সৈনিক।
তোমার মাথার টুপি টা যে বিশ্ব নবীর!
তোমার দাড়ি আর সুন্নতি চেহারা যে মুসলিম জাহানের।
তোমার নামায, রোজা , হাফেজি ব্যবহার যে
রত্ন সত্বা ইসলামি পরিচয়ে।
কিন্তু যেই তুমি তোমার অভ্যস্ত শিক্ষায়
রক্তে রাঙ্গালে ম্যানচেস্টার , প্যারিস কিবা ব্রাসেলস ..
সেই তুমি হয়ে গেল ষড়যন্ত্রের শিকার বার বার!
তোমাকে নিয়ে স্বম্পর্ক চ্ছেদের আয়োজন চলে চতুর্দিকে ..
ঘৃনার বদলে মুখলুকানোর হিড়িক।
পরিচয় হীনতায় সদস্যপথ বাতিল হয়ে যায়
সহসা,
ওই মুসলিম উম্মা থেকে।


তবু তোমার কাছে থাকে
তোমার চাপাতির হাফেজি  শিক্ষা।
অভ্যাসের জুম্মাবার,
উৎসাহের ইসলামিক দাওয়াত
আর
মিডিয়ার রঙ বেরঙে
তোমার আদর্শ স্কলাদের  মাশরুমী মাহফিল...।


অতপর


তোমার মতই কেউ ধার্মিক সাজে
তোমার মতই হয় নামাজি...
তোমার মতই কেউ লুকোচুরি খেলে
চেহারায় নিয়ে কারসাজি।
তোমার মতই তর্ক চলে হালাল হারামে
তোমার মতই বয়ান শুনে মসজিদে।
তোমার মতই বিধর্মীকে চায়
আপনার দলে টানিতে..।
তোমার মত জান্নাতের লোভ চলে
চলে গলাবাজি ঘরে ঘরে।
তোমার মতই বলে সবে
সন্ত্রাসি ওরা নয়...
হিটলার যদি জঙ্গি না হয়
তাহলে তুমি তো দুগ্ধ বয়।