সে আমার ভাই,,যাকে আমি কুতুব আলী বলে ডাকি
হঠাৎ এক দিন সে ভাইটি ঝরের বাতাসে
গেল লুকায়ে,,
না না লুকায় নি,,এক দল লম্বা ঘাস রাখলো লুকায়ে
আমি এদিক সেদিক  চৌদিক হন্য হন্য হয়ে খুজে
পাইনি তারে,,,
কে যেন এক অজানা আশংকার মাঝে দিল আমায় ছেড়ে,,
আমার স্বপ্নের মাঝে এই বড় বড় তরী যাচ্ছে ডুবে,,
আমার কল্পনার হঠাৎ করে নিশ্চিহ্ন হয়ে সমতল
হয়ে যাচ্ছে ফুলের ,পাখির আবাসের পাহাড়,,
আমার দিশার সামনে কি জানি সব শুধু ভয়ংকর,,,


ঠিক তখনি পেলাম খুজে তাকে,,,
ওই যে আমার কোলে করে এতটুকু বড় হওয়া
কুতুব আলী,,,
না না আসল নাম এটা তার নয়,,
ইস আসল নামটা লিখবও না।
কারন সে যে আমার কুতুব আলী,,,
যে তার নতুন দাঁত দিয়ে আমার কাঁধে কামড়িয়েছে অবিরত,,,
যে আমাকে বাবুদ্দা বাবুদ্দা বলে জানিয়েছে
আমি দুনিয়ায় এক দাদা কত,,,
যে আমাকে বেঁধে রেখেছে তার ভালবাসার শিকলে
আমি যে তার ভালবাসায় পড়েছি ধরা সবলে
আমি জানি সে আমার পুত্র নয় তবে ছোট ভাই
সে আমার সমবয়সী নয় তবে বন্ধু,,,
সে এখনো আছে দূরে,,অজানা দূরে,,
তবে ওই যে তার ছোটকাল,,
হাতে ধরে শিখানো হাটা,,
স্লেটে করে শিখানো লেখা,,,
সব সব আছে পড়ে আমার কাছে,,,


আমি জানি ,,আমি জানি,,
আমার ভাই,আমার কুতুব আলী আসবেই
আসবেই আমার কাছে ফিরে,,,।


(এটা কবিতা নয়,,,অনুভুতি)
উৎসর্গঃ- আমার ছোট ভাই কল্লোল কে