রক্তের কি কোন ভাষা আছে?
মনে হয় নেই,,
রক্তের ভাষা শুকিয়ে গিয়েছে,, বেশ পাথরের মত,,
রক্ত দেখলে কোরবানীর গরুর রক্ত এর
লাল রঙটার কথা বেশ মনে পড়ে,,,
রক্ত দেখলে গরুর নিরীহ দুটি চোখ
ভেসে উঠে,,জবাইয়ের মাঠে।।
কিন্তু এ যে
রক্তের তুরাগে ভাসা এক আনন্দ উৎসব।
রক্তের চাঁদাবাজি তেই গড়ে উঠে কারো মুখে
গোপন নিশ্চুপ নানান বাহানার হাসি,,,
কেউ হাত তালি দিয়ে চুপ করে বসে থাকে
ইয়েজাদি শিশুদের কান্নার স্রোতে,,!
আরবীয় খ্রিস্টান নারীর যোনীপথে রক্তের প্রবাহে,
কেউ আবার আবদ্ধ ঘরে মুচকি হাসিতে খায়
নামী দামী রোস্ট,,,!
কেউ এই রক্তেই বিজয় পতাকার পবিত্র নাম দেয়,,
কেউ বলে এ পূন্যের পথ,,,।
রক্ত হোলিকে কেউ সুখের চামচ বলে,,
কেউ বলে সাত আসমান বিজয়,,,
আবার এই রক্তই যখন ফিরে আসে ঘরে,,,
আপনার দেহ থেকে বের হয় স্ফুলিঙ্গ এর মত,,
বাঘের গায়ে পড়ে সিংহের কামড়,,
তখনি রক্ত খুব দামী হয়,,,
মানবতার দাবীতে অনশনে যায় শিকারী জল্লাদ,,
তপস্যায় বসে চাপাতিওয়ালা ডাকাত,,,
অশ্রুর নোনা জলে ভরিয়ে দেয় অন লাইন আসমান,,
কিন্তু কেন?
রক্তের এত বিভাজন কেন?
কেন রক্তের মাঝেও খুঁজতে হয় হালাল হারামের ব্যবধান,,,।
কেন কষ্টের মাঝেও নিতে হয়, চাঁদ কষ্ট,উম্মা কষ্ট,আসরের কষ্ট,,,!
কেন?  কেন এত বিভাজন প্রার্থনায়!!
কেন এত বিভাজন আপনাকে সত্য প্রচারণায়
কেন এত ঘৃণা অন্যকে ঘ্রাস করার কামনায়,,,
কেন এত পশু তুমি তোমার চেতনায়,,,
কেন এত নিশ্চুপ পাথর তুমি অন্যের বেদনায়,,,
তুমি ট্রাক চালাতে যানো প্যারিসের উপর দিয়ে,,
আত্মঘাতি হতে পারে যেকোন স্থানে যেকোন সময়ে,,
তুমি রেসিস্ট হতে পারো অন্য মানবজাতির তরে,!
তুমি পাতাল পথে হেটে হেটে হতে পার মীরজাফর!
ফুল দিতে দিতে হয়েই যাও বিষাক্ত সাপ,,
বুকের স্তন খেতে খেতে নিতে চাও মস্তক,,,
তুমি নাঁচতে চাও রক্তের স্রোতে,,,
হাসতে চাও জগন্য তৈমুর,খিলজি,
আওরঙ্গজেব এর নামে,,,
তোমার বুকে শুধু রয়ে যায় কাফের নারীর স্বাদ,,
অন্যের মূর্তি ভাঙার লালিত অনুভুতি,,!
তুমি রক্তের পাইপে নিয়েছ অক্সিজেন,,,
নিতে চাচ্ছ আরো,,,
তাহলে কে শিখাবে তোমায় রক্তের ভাষার
শোক কত!
যদি না বুঝ পশুরও রক্ত লাল কত?
তাহলে স্থানে স্থানে সময়ে সময়ে
হোক না কোরবানি,,, হোক না বলি,,,
পশুর চোখে তাকিয়ে দেখ,,,
সে পশু না তুমি?


ওরে বাহু তুলে, গর্জে গর্জে,,মিছিলে মিছিলে
স্লোগানে স্লোগানে দুনিয়া দে কাপায়ি,,,
হোক না সে মুসলিম,হোক না সে হিন্দু বাঙালি
হোক না সে আরব,হোক না সে সিরিয়া কিবা পাদ্রী
রক্তের বেদনায় আমরা সমান্তরাল,,
আমরা যিশু
আমরাই এক একটি শিশু।