সূর্য সায়াহ্নেও আমি একটি ভাষা চাই,,,
চাই সেই ভাষা,,,
যে ভাষা আমার জন্ম নাড়ির
ছন্দ তরঙ্গে আছে মিশে,,,!
ঠিক এই ভাষাটি চাই,,
যার প্রতি ধ্বনিতে
আমার প্রাণের নৃত্য পায়,, লয় খোঁজে,,,
ঠিক এই ভাষাটি চাই,,,যে শুধু বুলি নয়,,
যে আমার অনুভুতি,,যে আমার ভিত্তি।
যে আমার ইতিহাস হতে বেঁচে থাকার সংস্কৃতি।
যে ভাষার গায়ে লেগে আছে আমার পূর্বজের কন্ঠ,সুর,প্রেম,আবেগের বহমানতা,,,
যে ভাষার পলে পলে ছুঁয়ে আছে আমার স্মৃতিকথা,,
যে ভাষায়,, আমার দাদু,,দিদিমাকে জরিয়ে ধরে বলেছিল,,,এই দেখ দুনিয়াটা কত সুন্দর,,,
কত সুন্দর ভবিষ্যৎ ফুল গুলি,,,
যে ভাষায় আমার ঠাকুরমা,,ঠাকুরদার হাতে
দিয়েছিল তুলে,শক্তি সাহস,,,আর প্রেরণা,,
আর একটি মুচকি গোপন হাসি,,,
ঠিক সেই ভাষাটি ঢেলে দিও কর্ণে,,
যে ভাষার জন্যে সালাম বরকত জব্বার,,
করেছে বিদ্রোহ ঈশ্বরের সামনে,,,,,
যে ভাষার জন্যে রক্ত লাল,,বুড়িগঙ্গা,,
যে ভাষার জন্যে লজ্জিত নারী হয় বারাঙ্গনা।
যে ভাষার জন্যে হাজার শকুনের সামনে পথ শিশু,,
যে ভাষার জন্যে বৃদ্ধাও অস্ত্র হাতে রনাঙ্গনে,,,
যে ভাষার জন্যে পশুও মানব সমান্তরালে,,,
যে ভাষার জন্যে শিবের ধ্যান হয়েছিল ভঙ্গ,,
যে ভাষার জন্যে কবি তুলেছিল তর্জনী,,,
যে ভাষার জন্যে গর্জে উঠেছিল মাটি,,
ঠিক সেই ভাষাটি দিও,,দিও দিও
ঢেলে মোর কর্ণে,,,
যদি আমাকে বাঁচাতে চাও কভু,,
মূমূর্ষু বিছানা হতে,,,,
আমি যমের বুকে পা দিয়ে,,,,
ফিরে আসবই তোমাদের মাঝে,,,


শুনতে ধানক্ষেতের বুকে চাষার ভাষা,,,
শুনতে আসব আমি,,কবি গানের আসর,,
আসবই আমি পালা গানের উঠানে,,
আমাকে কে রুখবে ধামাইল শুনতে,,,
আমি শুনবো নববধুর কান্না,,,
দেখব প্রসুতি মায়ের সুখ ধ্বনি,,
আমি মন্দিরে মন্দিরে ভজন শুনব,,
মসজিদ্এ মসজিদে গজল,,


আমি আড্ডায় আড্ডায় তাসের চিৎকার শুনব,,
শুনবো রাঙ্গাদির,মুখে,,সেই হাওরি সুরে,,,  
রুবেল,,রুবেলরে,,,,রুবেলরে,,,,রে,,,
আয় আয় ফিরে,,,
আমার কানে এই মহামন্ত্র ভাষাটি দিও ঢেলে,,
###########
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৩/০২/১৮