বিয়েটার কুটিরে যেতেই যত সাধনা ছিল আমার,,!!
বাবার চোখে, মায়ের চোখে এমনকি আমার চোখে
আমার বেড়ে উঠাটাই ছিল,,,বিয়ের জন্য,,,!!!
একটি করে আমার হাত পা আঙ্গুল বড় হচ্ছিল,,
আর একটি করে চিন্তার ভাজ পড়েছিল,,কপালে,,,,
মাথায় ডিম ভাজি করে খাওয়ানোর
কড়াই গরম চিন্তার উত্তাপ টাও বাড়ছিল বেশ,,,
আমিও যেমন,,, গান শুনেছি,,
শুনতে শুনতে কবে যে চলে গিয়েছি বিয়ের দুয়ারে,,,
গল্প পড়েছি,কবিতা শুনেছি,নাঁচ দেখেছি,,
দেখেছি বকুল তলা হতে স্কুলের মাঠ,
কলেজের উন্মুক্ত বারান্দা,,
বিশ্ববিদ্যালয়ের বিশাল গ্রন্থাগার,,,
সব জায়গায় আমি চলে গিয়েছি বিয়ের অঙ্গনে,,,।
আমার সব কিছুই যেন বিয়ের তরে


ক্ষেতে কাজ করে যে চাষী,,
তার লাঙলের ফলায়ও বিয়ে,,
মাঠে ঘাস কাটে যে রাখাল তার কাস্তেতেও বিয়ে,,
বিয়ে গার্মেন্টসের সুতায়, দোকানীরর হালখাতায়,,
দর্জির সুই আর ফিতায়,,,।
আমি অবাক হলাম,,বিষ্মিত নয়নে তাকালাম আকাশের দিকে,,,একি!!!
আকাশের কোনায় কোনায় বিয়ে,,,
বাতাসের গায়ে গায়ে বিয়ে,,
বিয়ে আজানের কান্নায়,,বিয়ে পুজার ঘন্টায়,,
বিয়ের নাম মেরী,বিয়ের নাম আয়েশা
বিয়ের নাম রাধা,,,বিয়ের নাম,,,বাঁধা,,,,


আমি কিন্ডারগার্ডেন এর বালকটির
নাস্তার বক্সটি খুললাম,,,
ওমা একি এখানেও বিয়ে,,,
অফিসের বড় কর্তার বড় বড় ফাইল গুলি দেখলাম,,,
সেকি এখানেও বিয়ে,,,!
তাহলে বিয়েটাই কি দশদিক?
বিয়েটাই কি ইচ্ছাগত বন হতে সজ্জিত দালান?
বিয়েটা কি মায়ের সন্তান জন্মদান?
কি সে বিয়ে,,,? কে সে?কেন সে?কোথায় সে?


বিয়ে কর্পূর কে কর্পুর বলার উপনয়ন,,
বিয়ে মৃত কে মৃত বলার সমাবর্তন।
বিয়ে যজ্ঞকে যজ্ঞ বলার আয়োজন।
বিয়ে প্রাণ কে প্রাণ বলার করণকারণ।
বিয়ে তুমি,বিয়ে আমি,,বিয়ে জীবনের চারণভূমি!!
বিয়ে সমাজ সুতায় সমাজ বুনি।
বিয়ে পাপ,বিয়ে পুণ্য বিয়ে সভ্য বিয়ে অসভ্য,,,
বিয়ে জংগল, বিয়ে মংগল,,,
বিয়ে হতাশা,,বিয়ে পূর্ণ আশা,,,
বিয়ে আসল বিয়ে নকল,,,
বিয়ে স্বাধীনতা, বিয়ে পরাধীনতা,,,
বিয়ে ঘরের আয়তন, বিয়ে মনের পরিবর্তন,,,
বিয়ে অসুর,,,বিয়ে সুর
বিয়ে জীবন,,,বিয়ে মরণ,,,
বিয়ে সবকিছুতেই সব পাবার
সব হারাবার নিমন্ত্রন।
বিয়ে এক জীবনে দু জীবন বরণ।
বিয়ে বেঁচে থাকার আকর্ষণ,,,
বিয়ে বেঁচে থাকার বিকর্ষণ,,,


###################
রুবেল চন্দ্র দাস
প্যারিস