এই যে পাড়া প্রতিবেশিদের ডাকো,,,
মালা নিয়ে এসেছি,,,
ওই সুদূর নগরীর সবিশাল প্রত্নস্থান হতে
মাটি খুড়ে নিয়ে এসেছি,,,
অনেক দিনের অনেক স্মৃতিপথের মালা
আজ তোমার গলে পড়িয়ে দিব বলেই
এই মালা গেথে রেখেছিল কোন রানী,,
তারপর কোন এক রাজার হাত হতে হতে
সে মালা চিনিয়ে নিয়েছিল কবি ,সাহিত্যিক
সন্ন্যাসী আর প্রেমিক।


তারপর ঘুরে ঘুরে সে মালা আজ প্রজার হাতে,,,
আমি প্রজা হয়েই তোমার গলে
সে মালা পড়াতে চাই,,,
যে মালা আবদ্ধের মালা নয়,,
যে মালা মুক্তির মালা,,,ভালবাসার মালা।
যা এতদিন ধরে লুকিয়ে রেখেছিল মাটি,,
বিশ্বাস করো এই মালার কথা আমিও
জানতাম না,,হ্যা হ্যা একেবারেই জানতাম না,,
কিন্তু যেদিন তোমার চোখের কাজল
বসে গেল আমার চোখে,,,
সেদিনই সন্ধান পেলাম এ মালার,,,
অন্তরের অন্তহীন ভূমি থেকে কে যেন জানালো
কে যেন ইচ্ছে করেই বার বার জানালো,,,
এই বন্ধন হীন বন্ধনের মালার কথা,,
মুক্তিহীন মুক্তির মালার কথা,,,
ভালবাসায় বিলীন ভালবাসার কথা,,,


কিন্তু ওরা কারা? কারা ওরা তোমার প্রতিবেশি!
যারা এই মালা পড়ানো দেখতে চায় আড়ম্বরে?
ওরা কারা যারা সানাইএর সুরেও
নাঁচতে চায় সুখের সুরে,,
ওরা কি সত্যি এ মালা দেখতে পাবে?
সত্যি এ মালা চিনতে পারবে?
নাকি অদেখা,অজানা পথেই
ওরা এক দেয়াল হতে চায়,,।
কেবল এক আবদ্ধ রাখার দেয়াল।


তাহলেও ডাকো,,
ডাকো তোমার সিংহ অংকিত দেয়ালকে,,,
লাল মাংস গায়ে এসেছি সম্মুখে,,,
লাল সিঁদুর আজ পড়িয়েই যাব তোমাকে।
এ আমার বিদ্রোহ দেয়ালের অগ্রভাগে
এ আমার বিয়ে আমার সাথে।