পায়ের ধুলো হয়ে
জীবন যাবে কেটে,,,,
কভু করতে পারব না চাষ সবুজ ঘাসের,
এমন হেরে যাবার জন্যত আমি আসিনি,,,।
আবার শুধু আমিই জয়ী হব
আমার করায়ত্তে নাঁচবে ঘুর্ণিত ধরা
তার জন্যেও ত আমি আসি নি,,,
আমি এসেছি স্বর্ণ কে স্বর্ণ বলে পরিচয় দিতে
আমি এসেছে মাটিকে মাটি বলে জানিয়ে দিতে
আমি এসেছি আমাকে
তোমার কাছে মিশিয়ে দিতে,,,,।


আমার সাথে রাত খোলে ফেলবে শাড়ী
আমার সাথে দিন দৌড়বে ম্যারাথনে।
আমার বারান্দায় উড়ে আসবে
সব পাখি,,আশ্রয় আর গানের আসরে,,
আমি কবিদের কে কবিতা শুনিয়ে
কবিতা লিখাব,,জীবন্ত কবিতা
আমি কলমের বুকে মিশে গিয়ে
কলম হব পাতায় পাতায়
আবার আমি শুধু ছাই হব
অনলের ভালবাসায়, ,
কিছু না পুড়িলে অন্য যে রন্ধিত হয় না
গৃহিনীর চুলায় চুলায়,,


তাই আমার কাজে লজ্জা পাবার পথ আছে
আমার কাজে ভয় পাবার শপথ আছে।
আমি কাঁদতে পারি জলের মত
আমি ঊড়তে পারি পাখির মত,,,
আমার আশা,,আমার নেশা
পাতালেও যেতে পারে মিশে
সর্বহারার মত
আবার আকাশ হয়েও হতে পারে ছাঁদ,,।


এ আমার জীবন বেটা,,
এ আমার শ্বাস প্রশ্বাসের
অভিষেক সংবাদ।