এবার তাহলে একটা শ্রাদ্ধ হয়ে যাক,,,
খুব ধুমধাম করে সমাবর্তন এর মত।
আচ্ছা সরস্বতী  দেবীকে খবর দিলে কেমন হয়?
উনি আসবেন তো এ শ্রাদ্ধে ?
আসাটা উচিতও উনার,,,
কারন যে বিদ্যা দিয়েছিলেন দান করে
তার শ্রাদ্ধ অনুষ্টানের অঞ্জলির মন্ত্রটা কেমন হবে
তা জানানোর দায়িত্ব টা উনারই।


নাকি সেই বিশ্ববিদ্যালয়,সেই কলেজের;
যারা সার্টিফিকেট দিয়েই
গঙ্গা স্নান করে ফেলেন উল্লাসে উৎসবে?
আর নতুন তরতাজা প্রাণ কে নামিয়ে দেন
বেকারত্বের  ম্যারাথন যুদ্ধে।
নাকি বাজারের সেই মুদি দোকানের,,,
যাদের কাছে সার্টিফিকেট কেবলি এক কলা পাতা!
বিদ্যা মানে সুইয়ের ভেতর সুতা ঢুকানো,
দেহ থেকে ঘাম বেচা,,,উনাদেরই পছন্দ মাফিক।
বিদ্যা মানে শ্রীকান্তের এলাবামে ঢোল বাজিয়েছিল কে?
উত্তম কুমারের সাথে সুচিত্রা দেবীর
চন্দ্র দর্শন হয়েছিল কবে?
বিদ্যা মানে বড় বড় শব্দের হাতুড়ি ভাঙ্গা কবিতার দেহ!
কিছু সূত্র, কিছু নিয়ম তোতা পাখির কন্ঠে!
বিদ্যা মানে ডাক্তার বাবুর চাকু,,,,
ইঞ্জিনিয়ার সাবের চিল ছোঁ, শকুনের নজরে!
তারাই কী হবে এই শ্রাদ্ধের পুরোহিত?
তারাই কে বলে দিবেন কেমন হবে এ শ্রাদ্ধের মন্ত্র?


নাকি মন্ত্রটা বলে দিবে
একের পর এক নরক দর্শন;
অফিসে অফিসে দেওয়া ইন্টারভিউ?
সারা দিন রাত পুস্তকের বুকে লাঙ্গল চাষ করে
ভোর বেলায় কপালে লিখে রাখা "গর্দভ"  আয়োজন?
নাকি বলে দিবে
আপন গৃহে প্রতিবেশি হয়ে থাকার উপকরণ?
বলে দিবে সেই সুনয়না শুভ্রা?
যে গতকাল তার ত্রিনয়ন হতে অগ্নি বর্ষণ করে
শ্যামাঙ্গী  রূপে জানিয়ে গেল,,,
এক ছাদের নিচে শ্বাসপ্রশ্বাস আদান প্রদান দূরে থাক,
নামটা উচ্চারণ করাই নারকীয়।
মন্ত্র টা কে বলে দিবে,,,?
কে দিবে বলে?
কে?
উদয়াস্ত হতাশ হয়ে বাসায় ফিরে
মায়ের অসহায় আকুতির চাহনি ?
বাবার অসুস্থ দেহের পাশে পড়ে থাকা
সরকারী ডাক্তারের বেসরকারী প্রেসক্রিপশন?
যুবতী বোনটির বিয়ের আয়োজনে ঘটকের অনিহা?


মন্ত্রটা কে বলে দিবে?
বন্ধু মহলে মাথা নিচু করে থাকার উৎসব পার্বণ?
বিদ্যুৎ এর বিল,গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন এর নোটিশ?
নাকি পায়ের ছেড়া স্যান্ডেল,,,
গায়ের সেই  পুরোনো শার্ট?
চারদিকের রঙ্গিন পোস্টারর মাঝে
আমার নামের সাদা-কালো অক্ষর?
বাড়ি ওয়ালার রক্ত চক্ষুর সাথে
মুচকি হাসির তলোয়ার তাগিধ?


কে বলে দিবে এই সংসার থেকে পাওয়া
অপদার্থ, অযোগ্যে  সার্টিফিকেটের
পিন্ডি দানের শ্লোকটি।
কে বলে দিবে মন্ত্র
এই বিষাক্ত বেকার জীবন থেকে মুক্তির?


এক বোতল বিষ?
নাকি দশ সেকেন্ডে ঝুলন্ত রশি?


------------------------------------------------
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১০/০৮/১৭