অনন্ত অক্ষয় এই মহাশুন্যের ধরায়
আজ আমি নবীন এক পত্র পল্লবের মত
দাড়ালাম সকালে,,,
আজ থেকে সকল সূচনা হল আবার
আজ থেকে পাতালে নলকূপের মুখে
আবার নতুন পানি,,,
বিছানার ভেতর আরো নতুন কিছু
শিমুল তুলা,,,
জলের মাছ স্থলেও বাঁচার দিন শুরু
মেঘের বুকে বুকে বৃষ্টি গুনার
আশাটা বেশ পুরু।


আমার চোখের পাতায় নতুন কতক
চিত্রকরের চিত্রের বিচিত্র মেলা।
যেন আরেকবার পুষ্প জন্ম হল,,
এই তো গতকালের
মরিচিকার মত হারিয়ে গেল ধুলা,,
দেখে,,
পুনবার জন্ম হচ্ছে আগামীকালের।


আমি জানি না এই জন্মের দায়ে
যেদিন মায়ের নাড়ি থেকে
হয়েছিলাম বিচ্ছিন্ন পরমানু থেকে অনুর ন্যায়।
সেদিন কতজন হেসেছিল আমার কান্না দেখে,,
সেদিন কতজন বৃদ্ধা হেটেছিল লাটি ছাড়া
সেদিন কত বাছুড় দিয়েছিল দৌড় প্রসবিত হয়েই
তবে আজ দিক হতে দিকে,,,
দেশ হতে দেশে,,,,
যে শুভধ্বনি শুনেছি আমার জন্য মুখে মুখে,,,
আমি আপনারদের চরণের লিখছি
এক ভিখারী পথিক হয়ে,,
আনন্দের সাগরের নৃত্য তালে তালে
আমার বাকীটা বসত কলমের ভিটার উপরে
আমার বাকীটা বসত কলেমের আবেগের পরে
আমার বাকীটা বসত স্বর্গ নয়
এই মর্ত্যের মাঝারে,,,
আমি যে নব জন্ম করেছি গ্রহণ এই ভুতে
শুভ জন্মদিনের শুভ বার্তায় পেয়েছি এই সন্দেশ
বাঁচিতে হবে আগামী
সবার শ্বাসে শ্বাসে,,,
এটাই আমার অমৃত আনন্দ
আমার আজন্ম বিশ্বাসে।