সজ্জিত আম বাগানের মাঝেই
জ্বলন্ত কিছু জোনাকি ,,দূরের গ্রাম গুলিকে দেখে,,
ভাবে এত আলো সন্ধ্যা বেলায় কোথা থেকে আসে,,
অথচ রাত যত গভীর হয় সে আলো নিমিষেই কোথায় যেন হারিয়ে যায়,,,
যেন ঐ আকাশের মেঘের মতই বিলীন,,,
জোনাক পোকা গুলি ভাবে,,,
বাতিগুলিকি গ্রামেই বিলীণ হয়ে গেল,,


নাকি নিশ্চিন্তে ঘুমাতে গেল অন্ধকারে,,,,
দিন আসবে বলেই চলে গেল
নিশ্চিন্ত নিরাপত্তায়,,
আবার যে নির্ভয় করতে হবে গোধুলী,,,,
আবার যে আকাশের তারার উপর
রাখতে হবে বিশ্বাস,,,
আবার যে দায়িত্ব ছেড়ে দিতে হবে সূর্যের উপর,,,
তাই বাতিগুলি আর জ্বলল না জ্বলন্ত জ্বালায়,,,,
আগাম প্রভাত জেনে তারা নির্ভার ঘুম জমানায়।