আমি জানি
তুমি ওই দরজা ,ওই জ্বানালা বন্ধ করতে চাও।
অন্ধকার কুট কুটে ঘরে অন্ধকারের মতই
থাকতে চাও ভিত্তিহীন।
দেয়াল চারপাশে আবদ্ধ বাতিটাও
দিতে চাও ফুৎকারে নিভিয়ে।
আলোতে যে তোমার প্রচন্ড ভয়!
মুক্তিতে যে তোমার প্রচন্ড শত্রুতা!!
অবশেষে যদি কেউ তোমাকে
চিনে ফেলে আলোতে!!!


তাই রুচিহীনতার রোগে
ভিন্ন পোশাকে , ভিন্ন কথাতে তোমার চাপাতি সমস্যা,
সমস্যা তোমার গানে, বাদ্যযন্ত্রে কিবা কীর্তনে...
সমস্যা তোমার সংখ্যালঘুর জীবন যাপনে;
সমস্যা তোমার সমস্যাবিহনে।


অনুরোধ করি হে  সত্যবান মনস্ক
চোখ জোড়া বন্ধ কর ক্ষণিকের তরে।
দেখবে দরজা জ্বানালা সব খোলাই রইল্
প্রদীপ শিখা জ্বলতেই রইল
রথও মহাব্যস্ত রইল ,
আয়োজক প্রকৃতির
স্বভাবজাত স্বাভাবিক;
গান বাজনা আর মাইকে।


আদেশের পিপড়া বড়ই অসভ্য, নিষ্ঠুর ...
অন্তর আত্মার নগ্ন অবস্থানে।