খুব সাহস করে একদিন মাথায়
যে পাথর নিয়েছিলে তুলে
সেই মাথার আদরে সোহাগের ঘর্মাক্ত সলিলে
পাথর আজ জল হয়ে ছড়িয়ে পড়েছে চারপাশে,,,
গাছের শিকড় হতে ঘরের কলসী অব্দি
সেই জল তৃপ্তি দিচ্ছে এক অমৃতলোকের।
নেশা ছেড়ে জল পানে পাগল সব মাতাল
রাজ্যে ভান্ডারে প্রতিদিন সে জল
হচ্ছে ব্যবহার এক শান্তির মন্ত্রে।
দেবতাও সে জল পানে
চলে এসেছে ধরায়,,,।
এ জলের ছোয়া পেয়েই আনন্দের ঘরে
জন্ম নিচ্ছে শত শত আনন্দ
বিনোদন পাড়ায় বিনোদনের এক
মহামিলন


কিন্তু তুমি কোথায় হে মান্যবর শ্রমিক
ঘামের স্পর্শে যে কাঠিন্য করলে তরল
সেই মহামুনি আজ তুমি কোথায়!
আজ তোমাকে নিয়ে জনতার মাঝে
আনন্দের হাসিবরণ কেন বিলীন?
তুমি কি সত্যি বেঁচে আছ এ মহানায়ক
নাকি সময়ের জাতাকলে চলে গেছে শুন্যে
দিয়ে গেছ শুধু এক ফসল
যার ভোগী আমি, আমরা আর
আমাদের এই নিত্য নতুন অধ্যায়।
তুমি বিলীন,,
তুমি শুন্য
তুমি এক অতীত
ভুলে যাওয়া পুরাতন দায়।