বাইরে বৃষ্টি নামিছে, পথের বুকের ডাকে
দাড়ানু গাছের পাতাটাও , ভিজিবার সূযোগ পেয়েছে।
আজ যখন বিয়ের কথা আসল ভেসে তোমার বাড়িতে।
সানাইয়ের সুর জাগিল তোমার আমার প্রেমেতে।


জানি কিছু অভিমান রেখেছে আজো গোপনে,
গোপনের কিছু কথা শুধু দেখ স্বপনে।
সেই স্বপনের দরে তুমি আমার দমের নেশাতে
আমি দম ছাড়া বাচি, বাচি না তুমি বিহনে।


বালকের বাল্য খেলার থাকে না কোন ভরসা
এক দিকে চর জাগে , অন্য দিকে ভাঙ্গে বাসা।
আমাকে ভালবেসে কাছে এসে যে বালিকা সাজলে
সেথায় একখান চরও জাগালে , বাসাও বাধলে।