চেনা জানা পথেই আমি নবীন হতে চাই,,
আমাকে চিনতে চাই,,লোহা গরম আগুনের গরিমায়।
বরফ যদি না করতে পারি তাকে
তাহলে এ জীবন কিসের দায়?
আমি জানতে চাই আমাকে,, বরফ ঢাকা সমুদ্রে
ডুবুরী হয়ে সমুদ্র দর্শন করতে চাই আনন্দে।
আমি চাই এক মুটি ধুলি আমার চোখে,,
তবুও দৃষ্টি চলুক তীরের ন্যায়,,
আমি চাই আমার প্রিয়তমা ফুল নয়
বিষ ঢেলে দিক আমার মুখে,,,
তবুও যদি ভালো না বাসতে পারি তারে,,,
তাহলে প্রেমিক হব কোন সুখে?
আমি চাই,,আমার ঘরে ভুমিকম্প আসুক তেড়ে,,,
শক্তি পরীক্ষা হোক পাঞ্জায় আর হাতলে তার সাথে,,,
তখন শক্তিমান নাম পড়ুক ভবে,,,
আমি চাই,,কেউ আমাকে চাকু দিয়ে মারুক প্রতিক্ষণে,,,
পাথরের মত দানব গুনে আমি বাঁচিতে চাই ভবে।