সারাটা বছর ধরে একটি কলম
অপেক্ষায় থাকে
কবে কবে আসবে ফেব্রুয়ারী,,?
যেমন করে অপেক্ষায় থাকে গ্রীষ্মের কাক,,
কখন,,কখন
আসবে এক পশলা বৃষ্টি,,,?
সারা দিন উঠানের ধুলাতে থেকে একাকার,,,
একটি শিশু যেমন অপেক্ষায় থাকে,,,
কখন সন্ধ্যে আসবে গোধুলীর রঙে,,
কখন কে এসে ধুলো ঝেড়ে নিবে তারে
কোলে তুলে,,?
সারাটি দিবস আলোর শেষে
যেমনে অন্ধকার বুকে,,
অপেক্ষায় থাকে স্ত্রী আরশি নয়নে,,
কবে কবে সে পুরুষ এসে,,
ঝাপটে ধরে নিয়ে যাবে তারে,,
ভালবাসার অত্যাচারে!


তেমনি অপেক্ষায় ছিলাম আমি,,
আমি ছিলাম অপেক্ষায়,,,
নদীর পাড়ে,,,পাখি হয়ে,শাবক হয়ে
এবার না হয় আমিই যাব,,
ফেব্রুয়ারির বুকে,,,!


গেল সব, হল শব মনের বাসনা,,
ওরে যতন করে খেয়েছে সাপে মোরে,,,
এ কী প্রসব যাতনা,,,নাকি বেদনা?